জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপ (FIFA World Cup 2022) ব্যর্থতার জেরে পদত্যাগ করেছিলেন ব্রাজিলের (Brazil) কোচ তিতে। তাঁর পদত্যাগের পর থেকে নেইমারদের (Neymar) প্রধান কোচের পদটা ছিল শূন্য। নতুন কোচ নিয়োগের অনেক চেষ্টাও করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ক্লাব ফুটবলের মাঝের মরসুমে হাই প্রোফাইল কাউকে পাওয়া যায়নি। তাই এখনই স্থায়ী কোচ নিয়োগ দিচ্ছে না সিবিএফ। তবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে র‍্যামন মেনেজেসকে (Ramon Menezes) দায়িত্ব দেওয়া হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্যই কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন র‍্যামন মেনেজেস। ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি বলেন, "র‌্যামন মেনেজেসের বিশেষ স্বীকৃতি প্রাপ্য। ওর বড় দলের দায়িত্ব পালন করার সবরকম সম্ভাবনা আছে। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী লোক চাই। সেইজন্যই র‍্যামন মেনেজেসকে দায়িত্ব দেওয়া হল।" 


আরও পড়ুন: Cristiano Ronaldo: রোনাল্ডোর ঠিকানা লেখা পাস থেকে এল গোল, আল নাসের জিততেই ভিডিয়ো ভাইরাল


আরও পড়ুন: WATCH | Ivana Knoll: খেলা দেখতে এসেছিলেন বিশ্ববিখ্যাত ক্লাবে, তবে জার্সি খুলে নিজেই মাতলেন খেলায়!



আগামি জুন মাসে ব্রাজিল জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করা হবে। তবে এর আগে মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে সিবিএফ। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে সাউথ আমেরিকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো র‍্যামন মেনেজেসকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)