সাও পাওলোর রাস্তা এখন যেন ফুটবলের রঙিন জলছবি

সাও পাওলোর রাস্তা এখন যেন ফুটবলের রঙিন জলছবি

Updated By: Jun 11, 2014, 05:45 PM IST

সাও পাওলোকে রাঙিয়ে তুলছে শহরের একঝাঁক তরুণ। প্রতিবছর বিশ্বকাপের সময় সাওপাওলোর রাস্তা এভাবে রঙ করেন তারা। বিশ্বকাপ শুরু হওয়ার একমাস আগে থেকে কাজ শুরু করে দেন সাও পাওলোর এই তরুণরা।

এক দিকে সাও পাওলো পুড়ছে বিক্ষোভের আগুনে। আর অন্য দিকে শহরকে সুন্দর করে তুলছেন এক ঝাঁক তরুণ গ্র্যাফিটি শিল্পী।

প্রতিবছর বিশ্বকাপের সময় শহরের রাস্তা রাঙিয়ে তোলেন এই স্ট্রিট আর্টিস্টরা। বিশ্বকাপ শুরু হওয়ার একমাস আগে থেকে শহরকে রাঙিয়ে তোলার কাজ শুরু করেন। বিশ্বকাপে ব্রাজিল দলকে উত্সাহ জোগাতে রাস্তাগুলিকে রঙ করেন তাঁরা।

১৯৯০ বিশ্বকাপেই প্রথমবার একজন রাস্তা রঙ করেছিলেন।এর পর থেকে এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। রাস্তা রঙ করেই আমরা জাতীয় দলকে সমর্থন জানাই। বিশ্বকাপে শহরের রাস্তাগুলি কি ভাবে রঙ করা হবে, সেব্যাপারে আগে বৈঠক করে সিদ্ধান্ত নেন শিল্পিরা। তারপর বাড়ি-বাড়ি ঘুরে রঙ করার চাঁদা তোলেন তাঁরা। তারপর শুরু হয় রাস্তা রাঙিয়ে দেওয়ার কাজ।

.