নিজস্ব প্রতিবেদন : আজ বুধবার বিকেল পাঁচটায় যুবভারতীতে ফের মহারণ। ফের আরেকবার সাম্বা ম্যাজিক দেখার অপেক্ষায় কলকাতার ফুটবলপ্রেমী তথা ব্রাজিলপ্রেমীরা। আজ অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং ইংল্যান্ড। দুই দলই এবারের যুববিশ্বকাপে দাপটে পারফরম্যান্স করেছে। ইংল্যান্ড যেমন নক আউট পর্বে তাদের সেরা ফুটবলার স্যাঞ্চোকে ছাড়াই মাঠে নামছে তেমনই, ব্রাজিলও দেখিয়েছে তারা পিছিয়ে পড়লেও ম্যাচ জিততে পারে দমকা ঝোড়ো আক্রমণে। ইংল্যান্ড তাদের গ্রুপ লিগের ম্যাচগুলো খেলেছিল যুবভারতীতেই। তাই এখানকার মাঠ, পরিবেশ-পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নেওয়ার সময় পেয়েছে বেশি। সেখানে ব্রাজিল এখানে একটা ম্যাচই খেলেছে। কিন্তু, কোয়ার্টার ফাইনাল ম্যাচে যেভাবে তারা জার্মানির কাছে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে, তাতে আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট যুক্তি রয়েছে তাদের জন্যও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মালয়ালম গান গাইছে ধোনি-কন্যা! ভাইরাল ভিডিও


গ্রুপ লিগের ম্যাচগুলোতে যুবভারতীর সমর্থন পেয়েছিল ইংরেজরাই। কিন্তু, বুধবারের সেমিফাইনালে তেমনটা হবে না বোঝাই যাচ্ছে আগের থেকে। যুবভারতীর ৬০ হাজার দর্শকই সম্ভাবত গলা ফাটাবেন পাওলিনহোদের জন্যই। তাই, দেশ থেকে অনেক দূরে হলেও ব্রাজিল আজ হোম গ্রাউন্ডে খেলারই সুযোগ পাবে যেন। পাওলিনহো নিজে দুরন্ত ফর্মে এবং গোলের মধ্যে রয়েছে। নিয়মিত গোল করছে ওয়েভারসনও। তেমনই তরুণ ইংরেজ ফুটবলার ব্রিউস্টার তো কোয়ার্টার ফাইনাল ম্যাচে আমেরিকার বিরুদ্ধে রীতিমতো হ্যাটট্রিক করে এসেছে। অবশ্য এতে ব্রাজিলের তেমন কোনও চিন্তিত হওয়ারও কারণ নেই। কারণ, এখনও পর্যন্ত এবারের যুব বিশ্বকাপে ব্রাজিল মাত্র দুটো গোল খেয়েছে। একটা প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনের কাছে। আরেকটি কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে। সেটাও অবশ্য পেনাল্টি থেকে। অবশ্য ইংল্যান্ড এবারের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে প্রচুর গোল করেছে। তাই আজ যুবভারতীতে লড়াই মূলত ইংরেজদের আক্রমণ বনাম ব্রাজিলের রক্ষণের।


আরও পড়ুন  হানিমুন পিরিয়ড শেষ! আজ লজ্জায় পড়া থেকে বাঁচতে হবে বিরাটের দলকে


এদিকে ম্যাচ ঘিরে মঙ্গলবার থেকেই শহরে জুড়ে ছিল উন্মাদনা। বুধবারের সকাল থেকেই শহরের অলিতে-গলিতে, পাড়ায় চলছে ব্রাজিলের নামে স্লোগান। টিকিট কোথ্থাও নেই। তাই একটা টিকিট পাওয়ার জন্য চলছে হাহাকার। স্টেডিয়াম চত্বরে মোতায়েন রয়েছে অনেক সংখ্যক পুলিস। সব মিলিয়ে ভারতে ফুটবলের মক্কায় আজ ফের একবার সাম্বা ম্যাজিক দেখার জন্য অধীর আগ্রহে কলকাতার ব্রাজিলপ্রেমীরা। এখন দেখার যে কোয়ার্টার ফাইনালে কতটা আনন্দ পাওলিনহোরা সেমিফাইনালে দিতে পারেন।