সোমবার সকালে কোপা আমেরিকায় ব্রাজিলের সামনে পেরু

সোমবার সকালে কোপা আমেরিকায় ব্রাজিলের সামনে পেরু। হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে সাম্বার ঝলক দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পেরুকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে দুঙ্গা ব্রিগেড।

Updated By: Jun 12, 2016, 08:00 PM IST
সোমবার সকালে কোপা আমেরিকায় ব্রাজিলের সামনে পেরু

ওয়েব ডেস্ক: সোমবার সকালে কোপা আমেরিকায় ব্রাজিলের সামনে পেরু। হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে সাম্বার ঝলক দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পেরুকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে দুঙ্গা ব্রিগেড।

সোমবার সকালে কোপা আমেরিকায় ফের নামছে ব্রাজিল। গ্রুপ লিগের শেষ ম্যাচে দুঙ্গা ব্রিগেডের প্রতিপক্ষ পেরু। ইকুয়েডর বনাম হাইতি ম্যাচের ফলাফল দেখে এই ম্যাচে নামতে পারবে সেলেকাওরা। পেরুকে হারাতেই পারলেই গ্রুপ শীর্ষে থেকে কোপার কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। এই সহজ অঙ্ক নিয়ে মাঠে নামছে ব্রাজিল। শেষ ম্যাচে হাইতিকে সাত গোল দিয়েছিল দুঙ্গা অ্যান্ড কোম্পানি। হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন ফিলিপে কুটিনহো। ইকুয়েডরের বিরুদ্ধে দলের খেলা নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছিল সেটা আপাতত ধামাচাপা দিতে পেরেছেন উইলিয়ান,কুটিনহোরা। তবে হাইতির থেকে বেশি শক্তিশালী পেরু। সেটা ভালোই জানেন দুঙ্গা।

.