সিএবিকে বিনা মূল্যের টিকিট দিল নাইট রাইডার্স

সিএবি-র চাপে শেষ পর্যন্ত নতিস্বীকার করল কলকাতা নাইট রাইডার্স। সিএবি-র দাবি মেনে তাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের আসন সংখ্যার দশ শতাংশ বিনা মূল্যের টিকিট দিল। প্রথমে সিএবি-র দাবি মানতে চায়নি কেকেআর কর্তৃপক্ষ। সেসময় সিএবি কর্তারা জানিয়ে দেন তাঁরা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবেন। এরপর কেকেআর কর্ণধার শাহরুখ খানের নির্দেশে সিএবিকে টিকিট দেওয়া হয়। সিএবি তাঁদের অনুমোদিত প্রতিটি ক্লাবকে কুড়িটি করে বিনা মূল্যের টিকিট দিচ্ছে।  

Updated By: Mar 26, 2013, 07:22 PM IST

সিএবি-র চাপে শেষ পর্যন্ত নতিস্বীকার করল কলকাতা নাইট রাইডার্স। সিএবি-র দাবি মেনে তাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের আসন সংখ্যার দশ শতাংশ বিনা মূল্যের টিকিট দিল। প্রথমে সিএবি-র দাবি মানতে চায়নি কেকেআর কর্তৃপক্ষ। সেসময় সিএবি কর্তারা জানিয়ে দেন তাঁরা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবেন। এরপর কেকেআর কর্ণধার শাহরুখ খানের নির্দেশে সিএবিকে টিকিট দেওয়া হয়। সিএবি তাঁদের অনুমোদিত প্রতিটি ক্লাবকে কুড়িটি করে বিনা মূল্যের টিকিট দিচ্ছে।  

.