নিজস্ব প্রতিবেদন: আগামী জুনের শেষের দিকে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়র 'এ' ডিভিশনের (Calcutta Football League 2022-23) খেলা। বুধবার আইএফএ অফিসে প্রিমিয়র ডিভিশনে অংশ নেওয়া ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিলে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তারা। গতবার কলকাতা লিগে অংশ নেয়নি ইস্টবেঙ্গল। এবার অংশ নিচ্ছে লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন বৈঠকে উপস্থিত লাল-হলুদের প্রতিনিধি জানিয়ে দেন যে, তাঁরা খেলছেন। আজকের বৈঠকের সিদ্ধান্ত ডুরান্ড কমিটি, এআইএফএফ এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল, মহামেডানের প্রতিনিধিরা এদিন বৈঠকে এলেও এটিকে মোহনবাগানের কোনও প্রতিনিধি আসেননি। গতবছর মহামেডান ১-০ গোলে রেলওয়েকে হারিয়ে কলকাতা লিগ জিতেছিল। সাদা-কালো ব্রিগেড ৪০ বছর পর কলকাতা লিগ জিতেছিল। ১৯৮১ সালে শেষবার তারা শহরের সেরা হয়েছিল। 


আরও পড়ুন: AFC Asian Cup Qualifiers: এটিকে মোহনবাগানের কাছে হেরে গেল সুনীলের ভারত


আরও পড়ুনMohun Bagan: বাগানে নতুন সাজ, প্রেসবক্সের পাশেই হচ্ছে ভিভিআইপি বক্স! বসছে লিফটও
 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)