আজ অধিনায়ক কোহলির অভিষেক লঙ্কা দিয়ে

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চোট, তাই নতুন কাঁধে ভর করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আজ জয়ে ফেরার লড়াই ভারতের। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ধোনির চোট ভারতীয় দলকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। সোমবার যে ভারতীয় দলকে খেলতে দেখা যাবে তাঁর নেতৃত্বে কোন ক্যাপ্টেন কুল নন থাকছেন `ক্যাপ্টেন হট` বিরাট কোহলি।

Updated By: Jul 2, 2013, 01:51 PM IST

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চোট, তাই নতুন কাঁধে ভর করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আজ জয়ে ফেরার লড়াই ভারতের। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ধোনির চোট ভারতীয় দলকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। সোমবার যে ভারতীয় দলকে খেলতে দেখা যাবে তাঁর নেতৃত্বে কোন ক্যাপ্টেন কুল নন থাকছেন `ক্যাপ্টেন হট` বিরাট কোহলি।
ভারতের অধিনায়ক হিসাবে কোহলির অভিষেক ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাঙ্গাকারা, জয়বর্ধনদের দল এই মুহূর্তে ভাল ফর্মে নেই। অবশ্য ধোনিহীন দলের অধিনায়কের কাজটা বেশ কঠিন। কোহলি নিজেও স্বীকার করছেন সে কথা। শ্রীলঙ্কা ম্যাচের আগে কোহলি বললেন, চাপের মুখে ধোনি না থাকাটা দলের পক্ষে দারুণ ক্ষতিকর।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ভারত-শ্রীলঙ্কা দুই দেশেই আয়োজক দেশের কাছে ম্যাচে হেরেছে। তাই ম্যাচটা দু দলের কাছে মরণবাঁচনের। ধোনির জায়গায় প্রথমে একাদশে খেলতে দেখা যেতে পারে মুরলি বিজয়কে। যদিও ধোনির জায়গায় ওয়েস্ট ইন্ডিজে উড়িয়ে নেওয়া হয়েছে আম্বাতি রায়াডুকে।
প্রসঙ্গত, হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যান ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

Tags:
.