ওয়েব ডেস্ক: চ্যারিটি ম্যাচে ফুটবলের ডুয়ালে ডার্বির বদলে মিনি ডার্বি। ইস্টবেঙ্গল বনাম মহামেডান। ৭ সেপ্টেম্বর মহামেডান স্পর্টিং ক্লাবে হবে মিনি ডার্বি। এই ম্যাচের সব অর্থই যাবে ত্রাণ সাহায্যে। মাদার টেরিজা অ্যাওয়ার্ড কমিটি এই চ্যারিটি ম্যাচের আয়োজক। 


প্রথমে  আয়োজক মাদার টেরিজা অ্যাওয়ার্ড কমিটি চেয়েছিল ইস্টবেঙ্গল আর মোহনবাগান এই দুই দলের চিরাচরিত লড়াইকে সামনে রেখেই চ্যারিটি ম্যাচ হোক। রাজিই হল না ভারতসেরারা। ইস্টবেঙ্গলের সঙ্গে কেন ডার্বি খেলতে চাইলো না বাগান এর ময়নাতদন্তে আর না যাওয়াই ভালো! বরং যেটা ঘটতে চলেছে তাতে মন দেওয়াই ভালো। কেন এমন বলছি? আসলে এই খেলাটা আদপে কোনও প্রেস্টিজ ফাইট নয়, বরং এমন একটা ফুটবলের লড়াই যেখানে যেই জিতুক হাসবে দুই দলই। দল খেলবে একে অপরের সঙ্গে, বিরুদ্ধে নয়, এই স্পিরিটটাই দেখালো না ভারতসেরা মোহনবাগান। আর এই সুযোগে আন্তরিকতার হাত বাড়িয়ে দিল মহামেডান স্পোর্টিং। এ যেন ফুটবল নয়, রংমিলান্তি। সবুজ মেরুন নেই তো কি লাল হলুদে মিশে যাবে সাদা কালো, হবে রামধনু। অপেক্ষা ৭ সেপ্টেম্বরের।