চেন্নাইয়ে কাল ভারতের `ঐতিহ্য` বনাম অসি `গর্ব`

প্রতীক্ষার অবসান। আগামীকাল, শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। এমনিতে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট খেলিয়ে এমন দুটি দেশ যাদের মধ্যে সিরিজ হওয়া মানেই একটা আলাদা উত্তেজনা। তবে কাল থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে সেরকম কোনও উত্তেজনা নেই। আসলে ভারত-অস্ট্রেলিয়া, দুই দেশই এখন টেস্টে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

Updated By: Feb 21, 2013, 05:19 PM IST

প্রতীক্ষার অবসান। আগামীকাল, শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। এমনিতে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট খেলিয়ে এমন দুটি দেশ যাদের মধ্যে সিরিজ হওয়া মানেই একটা আলাদা উত্তেজনা। তবে কাল থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে সেরকম কোনও উত্তেজনা নেই। আসলে ভারত-অস্ট্রেলিয়া, দুই দেশই এখন টেস্টে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
সৌরভ, কুম্বলে, লক্ষ্মণ, দ্রাবিড়দের অবসরের পর ধোনির ভারত টেস্টে যেমন বিদেশের মাটিতে পরপর আটটা টেস্ট হারের লজ্জার রেকর্ড গড়েছে, তেমনই ঘরের মাটিতে আট বছর পর টেস্ট সিরিজ হারতে হয়েছে। অস্ট্রেলিয়ার অবস্থাও তথৈবচ। ম্যাকগ্রা, ওয়ার্ন, হেডেন, পন্টিংদের বিদায়ের পর অসি ক্রিকেট এখন ঢাল নেই তলোয়ার নেই , শুধু নিধিরাম সর্দারের মত অবস্থা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই ভারতের।
তিন টেস্ট ম্যাচের সিরিজের প্রথম খেলায় চেন্নাইয়ে দুই শিবির দুই রকম স্ট্র্যাটেজি নিয়েছে। চেন্নাইয়ে পিচ শুকনো অবস্থা দেখে আর প্রস্তুতি ম্যাচে বিপক্ষের নড়বড়ে অবস্থা দেখে ধোনিরা তিন স্পিনার খেলাতে পারেন (এদিন রাত অবধি এটাই ঠিক আছে)। আর নিজেদের সীমিত সামর্থ্যর কথা মাথায় রেখে মাইকেল ক্লার্ক খেলাচ্ছেন চার পেসার। একই পিচে এরকম বৈপরিত্যের প্রথম একাদশ বাছাইটা চেন্নাই ম্যাচের গুরুত্ব দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। সব দেখে শুনে মনে হচ্ছে চিপকে কাল থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচটা ভারতের 'ঐতিহ্য' বনাম অসি 'গর্ব'-এর হতে চলেছে।
 এক নজরে দেখে নেওয়া যাক দুই দেশের ফর্ম গাইড
ভারত শেষ পাঁচ টেস্ট ম্যাচে-- ১) নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র, ২) কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে হার, ৩) মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হার, ৪) আমেদাবাদে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে হার, ৫) বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে জয়।  
অস্ট্রেলিয়া শেষ পাঁচ টেস্ট ম্যাচে-- ১) সিডনিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে জয়। ২) মেলবোর্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসে ইনিংস ও ২০১ রানে জয়। ৩) হোবার্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৭ রানে জয়। ৪) পারথে দক্ষিণ আফ্রিকার কাছে  ১৩৭ রানে হার, ৫) অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ড্র
চেন্নাই এক্সপ্রেস--
পিচ--পিচ বেশ শুকনো, দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন জল দেওয়া হয়নি। ম্যাচের দ্বিতীয় দিন থেকেই পিচে বল ঘুরবে।
আবহাওয়া--২০ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি।

.