চার্চিলকে হারিয়ে আই লিগ জমিয়ে দিল লাজং, খেতাবি দৌড়ে সুবিধে হল ইস্টবেঙ্গলের!
বৃহস্পতিবার নেরোকার বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প কোনও ভাবনা নেই ইস্টবেঙ্গল শিবিরে।
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার পাহাড়ে চার্চিলকে হারিয়ে জমিয়ে দিল এবারের আই লিগ। গোয়ার দলটি হেরে যাওয়ায় আই লিগের খেতাবি দৌড়ে কিছুটা হলেও সুবিধে হয়ে গেল ইস্টবেঙ্গলের। বিদেশি ছাড়াই চার্চিলকে ৩-২ গোলে হারাল পাহাড়ের দলটি। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে চেন্নাই সিটি। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দু নম্বরে চার্চিল ব্রাদার্স। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল কাশ্মীর। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইস্টবেঙ্গল। পরিস্থিতি যা তাতে আই লিগের খেতাবি দৌড়ে কম ম্যাচ খেলে থাকায় অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলেরই।
আরও পড়ুন - আমির-শ্রেয়াণের দুরন্ত লড়াই স্বত্ত্বেও সিকে নাইডু ট্রফিতে রানার্স বাংলা
ডার্বির মতোই নেরোকার বিরুদ্ধে লাল-হলুদের স্প্যানিশ কোচের অস্ত্র হতে চলেছে সেট পিস। বৃহস্পতিবার নেরোকার বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প কোনও ভাবনা নেই ইস্টবেঙ্গল শিবিরে। লিগ টেবিলের যা অবস্থা নেরোকার বিরুদ্ধে জিততে পারলেই খেতাবি দৌড়ে অনেকটাই এগোনো যাবে। মঙ্গলবার অনুশীলনের শেষ দিকে তাই এনরিকে, ডিকা, ডোভালেদের নিয়ে সেটপিস অনুশীলনে বৈচিত্র আনলেন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো। এখন অনেকটাই ফিট এনরিকে। কাটসুমিদের বিরুদ্ধে সম্ভবত পরেই নামবেন মেক্সিকান স্ট্রাইকার। তাই শুরুতে জবি-ডোভালে জুটিতেই আক্রমণের ছক কষছেন আলেসান্দ্রো।হালকা চোট থাকলেও নেরোকা ম্যাচে খেলতে অসুবিধে হবে না চুলোভার। তবে জনি আকোস্তাকে খেলানো নিয়ে দ্বিধায় আলেসান্দ্রো। আকোস্তাকে রবিবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে যে চাই স্প্যানিশ কোচের। নেরোকা ম্যাচে বিশ্বকাপারের জায়গায় দলে আসতে পারেন জাতীয় দল থেকে ফেরা সালাম রঞ্জন।