নিজস্ব প্রতিবেদন: টিটি কোচ জয়ন্ত পুশিলালের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠাল জাতীয় টিটি সংস্থা। তিন দশকের বেশি সময় ধরে এই রাজ্যে কোচিং করাচ্ছেন তিনি। তার হাত ধরে উঠে এসেছে মৌমা দাস,অরূপ বসাকের মতো খেলোয়াড়। বর্তমানে রাজ্য সরকারের টিটি অ্যাকাডেমির দায়িত্বে জয়ন্ত পুশিলাল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক তাঁর নাম বিবেচনা করলে নঈমুদ্দিন,কুন্তল রায়ের পর বাংলা থেকে তৃতীয় দ্রোণাচার্য হবেন বর্ষীয়ান কোচ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জয়ন্ত পুশিলালের পাশাপাশি আর এক কোচ এস রমনের নামও দ্রোনাচার্য পুরস্কারের জন্য মনোনীত করেছে জাতীয় টিটি ফেডারেশন। মণিকা বাত্রার নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে জাতীয় টিটি ফেডারেশন। একইসঙ্গে বাংলার সুতীর্থা মুখার্জির নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছে।



আরও পড়ুন - করোনা উদ্বেগ কাটিয়ে এই সিরিজ দিয়েই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট