করোনা উদ্বেগ কাটিয়ে এই সিরিজ দিয়েই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট
মারণ ভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে বন্ধ আছে ক্রিকেট।
নিজস্ব প্রতিবেদন: প্রায় চার মাস পর ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা পরবর্তী সময়ে ৮ জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটে টেস্টই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
England have announced the dates and venues for their Test series against West Indies, pending approval from the UK government.
It is hoped that the series will begin on July 8! pic.twitter.com/qKyJlOCxX9
— ICC (@ICC) June 2, 2020
মারণ ভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে বন্ধ আছে ক্রিকেট। সরকারি অনুমতি মিললে ৯ জুন ইংল্যান্ডে পৌছবে ওয়েস্ট ইন্ডিজ। তিন সপ্তাহ ওল্ড ট্র্যাফোর্ডে কোয়ারেন্টিনে থেকে অনুশীলন সারবে ক্যারিবিয়ানরা।
#একনজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি:
প্রথম টেস্ট : ৮-১২ জুলাই, হ্যাম্পশায়ার
দ্বিতীয় টেস্ট : ১৬-২০ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড
তৃতীয় টেস্ট: ২৪-২৮ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড
আরও পড়ুন - ৫ ফুটবলারের করোনাভাইরাস ধরা পড়েছিল, তথ্য গোপন বার্সেলোনার!