কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ: শ্যুটিংয়ে পরপর সোনা জয় ভারতের

Updated By: Nov 3, 2017, 01:18 PM IST
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ: শ্যুটিংয়ে পরপর সোনা জয় ভারতের

নিজস্ব প্রতিবেদন: কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে নজরকাড়া পারফরম্যান্স ভারতের। সোনা-রূপা-ব্রোঞ্জ তিনটি পদকই এল ভারতের ঘরে। ২২২.৪ স্কোর করে সোনা জিতেছেন প্রকাশ ননজাপ্পা। রুপো জিতেছেন অমনপ্রীত সিং। উল্লেখ্য, এই বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জয়ী জিতু রাই। 

আরও পড়ুন- 'সম্মান নিয়ে গলফ ছাড়ুন', টাইগার উডসকে খোঁচা মিয়া খালিফার

গত বুধবার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও নজরকাড়া পারফরম্যান্স করেছে ভারত। ইভেন্টের তিনটি পদকই আসে ভারতের ঘরে। শাহজার রিজভি (সোনা), ওমকার সিং (রুপো), জিতু রাই (ব্রোঞ্জ) ভারতের হয়ে পদক জেতেন।  উল্লেখ্য, ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মহিলাদের বিভাগে প্রতিযোগী অঞ্জুম মৌদগিলকে হারিয়ে সোনা জিতেছেন পূজা ঘটকর। অঞ্জুমের (২৪৮.৭) থেক পূজার (২৪৯.৮) পয়েন্টের পার্থক্য ১.১।  

 

.