ঐতিহ্যের মাঠে বিতর্কিত নায়কের দাপট, বিশ্বচ্যাম্পিয়নরাদেরও জয়

কনফেডারেশন কাপের শুরুটা ভালই হল বিশ্ব তথা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে লাল হলুদ জার্সির স্পেনের শুরুটা রঙীনই হল।

Updated By: Jun 17, 2013, 04:49 PM IST

ইতালি (২) মেক্সিকো (১)।। স্পেন (২) উরুগুয়ে (১)
(পির্লো, বালোতেলি) (চিচিরাতো)।। ( পেড্রো, সালডাডো) (সুয়ারেজ)
কনফেডারেশন কাপের শুরুটা ভালই হল বিশ্ব তথা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়েকে ২-১ গোলে হারিয়ে লাল হলুদ জার্সির স্পেনের শুরুটা রঙীনই হল।
অন্যদিকে, ঐতিহ্যের মারাকানা স্টেডিয়ামে নায়ক বনে দেশকে জেতালেন বিতর্কের আরেক নাম বালোতেলি। ম্যাচের ৭৮ মিনিটে দুরন্ত গোল করে ইতালিকে জেতানোর পর বালোতেলির উচ্ছ্বাসটা ছিল দেখার মত। নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচে পির্লো ২৭ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে গোল করে এগিয়ে দেন ইতালিকে৷ কয়েক মিনিট পরেই পেনাল্টি থেকে গোল শোধ দেয় মেক্সিকোর তারকা ফুটবলার চিচিরাতো৷ এরপর ম্যাচ যখন ড্রয়ের দিকে ঢলে পড়ছে তখনই দুরন্ত হয়ে উঠলেন বিশ্ব ফুটবলে এই মুহূর্তের সবচেয়ে বড় বিতর্কিত ফুটবলার। ৭৮ মিনিটে বালোতেলির গোলটা ইটালিকে পুরো তিন পয়েন্ট এনে দিল।

অন্যদিকে, উরুগুয়েকে ২-১ গোলে হারাল ভিনসেন্ট দেল বস্কির দল৷ ম্যাচের ২০ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করেন স্পেনের পেড্রো৷ ৩২ মিনিটে সালডাডো ২-০ করেন৷ তবে ম্যাচের ৮৬ মিনিটের মাথায় দুরন্ত ফ্রি কিক থেকে স্পেনের জালে বল জড়ান উরুগুয়ের সুয়ারেজ৷

এদিন রাতের দুটো ম্যাচই হল বেশ উন্নত মানের। বোঝাই গেল এক বছর পর শুরু হতে চলা বিশ্বকাপের জন্য ঠিক কতটা মরিয়া সব দেশ।

.