জিতলেই গ্রুপের সেরা দল হিসেবে কোয়ার্টারে উঠবে মেসিরা
শনিবার রাতে কোপায় গ্রুপ লিগের শেষ ম্যাচে জামাইকার মুখোমুখি আর্জেন্টিনা। এই ম্যাচে জিততে পারলে গ্রুপের সেরা দল হিসেবে কোয়ার্টারে উঠবে নীলসাদা জার্সিধারীরা। প্রতিপক্ষ হিসেবে জামাইকা খুব একটা শক্তিশালী নয়। তাই জেরার্ডো মর্টিনোর দলের সামনের বড় ব্যবধানে জেতার সুযোগ থাকছে।
ওয়েব ডেস্ক: শনিবার রাতে কোপায় গ্রুপ লিগের শেষ ম্যাচে জামাইকার মুখোমুখি আর্জেন্টিনা। এই ম্যাচে জিততে পারলে গ্রুপের সেরা দল হিসেবে কোয়ার্টারে উঠবে নীলসাদা জার্সিধারীরা। প্রতিপক্ষ হিসেবে জামাইকা খুব একটা শক্তিশালী নয়। তাই জেরার্ডো মর্টিনোর দলের সামনের বড় ব্যবধানে জেতার সুযোগ থাকছে।
কেরিয়ারের শততম ম্যাচটিতে পায়ের ঝলক দেখিয়ে স্মরণীয় করে রাখতে চাইছেন মেসি। চলসি মরশুমে দুরন্ত ফর্মে থাকলেও কোপায় সেই মেজাজে নেই আর্জেন্টিনার সেরা তারকা। জামাইকার বিরুদ্ধে ম্যাচে ক্যামেরার লেন্স থাকবে এলএম টেনের দিকে। কোপায় সবে দুটো ম্যাচ খেললেও জেরার্ডো মার্টিনোর স্ট্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। দলে শক্তিশালী ফরওয়ার্ড লাইন হলেও রক্ষণাত্মক ফুটবল মার্টিনহোর পছন্দ। আর্জেন্টিনায় খুব একটা জনপ্রিয় নন মেসিদের হেড স্যার। শোনা যাচ্ছে মার্টিনহোর ট্যাকটিসে খুব একটা খুশি নন ডি মারিয়া, মেসিরা। ড্রেসিংরুমের সমস্যার মধ্যেই জামাইকার মুখোমুখি আর্জেন্টিনা।