'চিলির ঝাঁঝ' নিয়েই মেসিদের সামনে চিলি
২০১৫ কোপা ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং চিলি। কোপার ফাইনালে নামার আগে নিজেদের পিছিয়ে রাখছেন না চিলির গোলরক্ষক ক্লডিও ব্রাভো। প্যারাগুয়েকে হাফজডন গোল দিয়ে লাতিন সেরা হওয়ার লড়াইয়ে নামছে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ চিলির সামনে।
ব্যুরো: ২০১৫ কোপা ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং চিলি। কোপার ফাইনালে নামার আগে নিজেদের পিছিয়ে রাখছেন না চিলির গোলরক্ষক ক্লডিও ব্রাভো। প্যারাগুয়েকে হাফজডন গোল দিয়ে লাতিন সেরা হওয়ার লড়াইয়ে নামছে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ চিলির সামনে।
ফুটবল বিশেষজ্ঞদের মতে সেমিফাইনালের পারফরম্যান্সের জন্য ফাইনালে এগিয়ে মেসিরা। চিলির গোলরক্ষক অবশ্য ফাইনালের প্রতিপক্ষকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না। ব্রাভো বলেছেন ফাইনালের আগে তারা বেশ খোশমেজাজেই রয়েছেন। প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা বড় ব্যবধানে জিতলেও মেসিদের তারা ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন ব্রাভো।