Copa America 2021: এবার Bolivia শিবিরে Corona-র হানা
ভেনেজুয়েলার পর আক্রান্ত বলিভিয়া শিবির।
নিজস্ব প্রতিবেদন: কোপা আমেরিকায় অতিমারি আতঙ্ক। ভেনেজুয়েলার পর বলিভিয়া শিবিরে করোনার হানা। করোনায় আক্রান্ত বলিভিয়ার তিন ফুটবলার।
এক কোচিং স্টাফও করোনায় আক্রান্ত। তবে এখনই টুর্নামেন্ট বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর। সোমবার প্যারাগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে বলিভিয়া। তার আগেই করোনার হানা। ফলে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা শিবির। শনিবার সন্ধ্যায় প্রথম ভেনেজুয়েলা শিবির থেকে খারাপ খবরটি আসে।। জানা যায়, তাঁদের ১২ জন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে প্লেয়ার ও ব্যাকরুম স্টাফেরাও রয়েছেন।
আরও পড়ুন: UEFA EURO 2020: ভালো আছেন Eriksen, ম্যাচে ১-০ গোলে জিতল Finland
আরও পড়ুন: ফিল্ডিং করতে গিয়ে মাথায় চোট, হাসপাতালে ভর্তি হলেন Faf du Plessis!
দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (CONMEBOL) জানায়, শুক্রবার রাতে ভেনেজুয়েলার দল ব্রাজিলে পা রাখার পরেই তারা করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে ১২ জনই উপসর্গহীন। অর্থাৎ অ্যাসিম্পটোম্যাটিক। তাঁদের প্রত্যেকে একটি আলাদা ঘরে আইসোলেশেনে রাখা হয়েছে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)