মারাদোনাকে অনুশীলনে আসতে নিষেধ করল আর্জেন্টিনার ক্লাব জিমনেসিয়া

লাতিন আমেরিকায় করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 12, 2020, 07:34 PM IST
মারাদোনাকে অনুশীলনে আসতে নিষেধ করল আর্জেন্টিনার ক্লাব জিমনেসিয়া
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: লাতিন আমেরিকায় করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আর্জেন্টিনাতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দিয়েগো মারাদোনাকে দলের অনুশীলনে আসতে নিষেধ করল তাঁর ক্লাবের চিকিৎসকরা। বয়সের জন্য করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি মারাদোনার। তাই কোনও রকম ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনার ফুটবল ক্লাব জিমনেসিয়া লা প্লাতা।

এমনিতেই মারাদোনার বয়স ষাটের কাছাকাছি। তার ওপর তাঁর ওজন বেশি। ফলে হাইপারটেনশন আছে। সম্প্রতি একটি অস্ত্রোপচারও হয়েছে তাঁর। ফলে করোনা ভাইরাসের ঝুঁকি কোচ দিয়েগো মারাদোনাকে নিয়ে থেকেই যাচ্ছে।  তাই আপাতত প্রথম ধাপে অনুশীলনে মারাদোনাকে আসতে নিষেধ করে দিয়েছে জিমনেসিয়া ক্লাবের চিকিৎসকরা। আপাতত তিন সপ্তাহ তাঁকে না আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

আরও পড়ুন - ''ইমরান খান বেইমান, দেশদ্রোহী, ওকে এবার শিক্ষা দেব'', বোমা ফাটালেন মিয়াঁদাদ

.