ভারত সফরে কোহলিদের সঙ্গে হাত মেলাবেন না দু প্লেসিরা

রবিবার একদিনের সিরিজ খেলতে ভারতে এসে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

Updated By: Mar 10, 2020, 01:50 PM IST
ভারত সফরে কোহলিদের সঙ্গে হাত মেলাবেন না দু প্লেসিরা

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের জেরে শ্রীলঙ্কা সফরে হ্যান্ডশেক করবে না বলে আগেই জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট। এবার ব্রিটিশদের দেখানো পথেই হাঁটতে চলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই রবিবার একদিনের সিরিজ খেলতে ভারতে এসে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তবে সিরিজ চলাকালীন নাকি কোহলিদের সঙ্গে হাত মেলাবেন না প্রোটিয়া ক্রিকেটাররা। জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার।

বিশ্ব ক্রীড়া আঙিনায় বড়সড় থাবা বসিয়েছে করোনাভাইরাস। প্রশ্নের মুখে অলিম্পিক সহ এশিয়ার বিভিন্ন টুর্নামেন্ট।  বিভিন্ন টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে ,না হলে বাতিল হচ্ছে । ইতিমধ্যেই এশিয়ায় বিশ্বকাপে ফুটবলের যোগ্যতাপর্বের ম্যাচ স্থগিত করা হয়েছে। তবে এসবের মাঝেই ভারত সফরে এসেছে দক্ষিম আফ্রিকা ক্রিকেট দল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO),বিসিসিআই (BCCI)এবং ভারতে নিজেদের দূতাবাসের সঙ্গে কথা বলেই ভারত সফরের ছাড়পত্র দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। রবিবারই এদেশে এসে পৌঁছেছে প্রোটিয়ারা। ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখার জন্য দলের সঙ্গে সারাক্ষণ থাকছে চিকিত্সকের একটি দল। ক্রিকেট সাউথ আফ্রিকার চিফ মেডিক্যাল অফিসার ডাঃ সুহেব মঞ্জরা দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গেই ভারত সফরে এসেছেন।

ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ মার্ক বাউচার ইতিমধ্যেই জানিয়েছেন, " ক্রিকেটারদের মধ্যে একটা আতঙ্ক তো কাজ করছেই। তাই ভারত সফরে আমরা হ্যান্ডশেক না করার চেষ্টা করব। দেখুন এই বিষয়টা যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার সেহেতু এর সঙ্গে কোনওভাবেই আপোষ করা যাবে না। আমাদের সঙ্গে নিরাপত্তাকর্মীরা তো থাকছেনই। আমার মনে হয় না এতে সৌজন্যের কোনও খামতি হবে!"

আরও পড়ুন - টোকিও অলিম্পিকের টিকিট কনফার্ম করলেন মেরি কম

.