করোনা মোকাবিলায় ব্যাট ধরলেন 'গব্বর'; দেশবাসীর কাছে এই আবেদন জানালেন
করোনা মোকাবিলায় দেশে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন : মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। থমকে গিয়েছে সবকিছু । শুধুমাত্র ভারতই নয়, বিশ্বের বিভিন্ন দেশেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে লকডাউন । করোনা মোকাবিলায় বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটাররা ইতিমধ্যেই অনুদান তুলে দিয়েছেন নিজের নিজের দেশে । এদিকে ভারতীয় ক্রিকেটাররা এখনও কোনও পদক্ষেপ করেননি বলেই নেটদুনিয়ায় আক্ষেপ উঠে আসছে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এগিয়ে এলেন শিখর ধাওয়ান। প্রধানমন্ত্রী জাতীয় ত্রান তহবিলে অর্থ সাহায্যের জন্য দেশবাসীর কাছে আবেদন জানালেন 'গব্বর'।
Hi everyone remember to stay indoors & take care of your family and yourself. I have done my bit and contributed to Prime Minister @narendramodi Ji's National Relief Fund - https://t.co/39srdIyFGB
Encouraging all of you to help, so that together we can make a difference pic.twitter.com/9XZ0dEEAii
— Shikhar Dhawan (@SDhawan25) March 26, 2020
তিনি বলেন, "প্রত্যেকে বাড়িতে থাকার কথা মনে রাখবেন। নিজের এবং পরিবারের সকলের খেয়াল রাখবেন। আমি আমার কাজটা করেছি, আপনারাও ন্যাশনাল রিলিফ ফান্ডে আর্থিক সাহায্য করুন। সবাই মিলে কিছু বদলানোর চেষ্টা করি..."
করোনা মোকাবিলায় দেশে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি করোনাভাইরাসের ভয়াবহতার কথা তুলে ধরেন। সেই সঙ্গে মোদী বলেন, এই লকডাউনও একধরনের জনতা কার্ফু।
আরও পড়ুন - লকডাউন মানে ছুটি নয়, সবক শেখালেন সচিন