CPL 2021: জুতোয় আটকে কাঁটা চামচ! ব্যাটিং করে গেলন Shoaib Malik

শোয়েব সিপিএলে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। 

Updated By: Aug 31, 2021, 01:09 PM IST
CPL 2021: জুতোয় আটকে কাঁটা চামচ! ব্যাটিং করে গেলন Shoaib Malik

নিজস্ব প্রতিবেদন: বাইশ গজে কত কী না হয়। তবে কাঁটা চামচ সঙ্গে নিয়ে ক্রিকেট খেলার নজির সম্ভবত ছিল না এর আগে। এবার এমনটাই ঘটল ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে (Caribbean Premier League)।  পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) সৌজন্যে অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকল ক্রিকেট ফ্যানেরা।

আরও পড়ুন: No Look Six: না দেখেই ছয়, এমনটাও হয়! দেখুন ভিডিয়ো

শোয়েবের জুতোর স্পাইকে আটকে কাঁটা চামচ। সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়ায় হাসির রোল উঠে গেল। যদিও পরে মালিক জুতো থেকে সেই কাঁটা চামচটি সরিয়ে দেন। শোয়েব সিপিএলে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ম্যাচে এই ঘটনাটি ঘটে।

যদিও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন শোয়েব। ১২ বলে মাত্র ৫ রান করে আউট হন তিনি। খেলে নয়, এদিন শোয়েব শিরোনামে এলেন কাঁটা চামক কাণ্ডের জেরেই। শোয়েব ঘটনায় নিজেও অবাক হয়েছেন। তবে তিনি মনে করছেন খাওয়ার সময়ই কোনও ভাবে প্লাস্টিকের ওই কাঁটা চামচ তাঁর জুতোয় আটকে যায়!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.