সেনার গুলিতে মৃত্যু জম্মু-কাশ্মীরের ক্রিকেটারের

মঙ্গলবার বিকেলে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে সেনা জওয়ান। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের হান্ডওয়ারা অঞ্চল। ক্ষিপ্ত জনতা সেনা ক্যাম্পের দিকে পাথর ছুড়তে শুরু করে। ঘটনা্র মধ্যে পরে জওয়ানদের গুলিতে প্রাণ হারান জম্মু-কাশ্মীরের এক প্রতিভাবান ক্রিকেটার।

Updated By: Apr 16, 2016, 08:53 AM IST
সেনার গুলিতে মৃত্যু জম্মু-কাশ্মীরের ক্রিকেটারের

ওয়েব ডেস্ক: মঙ্গলবার বিকেলে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে সেনা জওয়ান। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের হান্ডওয়ারা অঞ্চল। ক্ষিপ্ত জনতা সেনা ক্যাম্পের দিকে পাথর ছুড়তে শুরু করে। ঘটনা্র মধ্যে পরে জওয়ানদের গুলিতে প্রাণ হারান জম্মু-কাশ্মীরের এক প্রতিভাবান ক্রিকেটার।

কাশ্মীর জিমখানা ক্লাবের টপ অর্ডার ব্যাটসম্যান ছিলেন নঈম ভাট। ঘটনার সময় ওই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন নঈম। হঠাত উত্তপ্ত জনতাকে সেনা ক্যাম্পে হামলা করতে দেখে নিজের ফোনে ছবি তুলতে যান ওই ক্রিকেটার। কিন্তু সেই সময় পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় সেনারা। সেই গুলিতেই মৃত্যু হয় নঈম ভাটের।

.