বিগব্যাশ দেখাল বিশ্ব ক্রিকেটের সেরা ক্যাচ
অ্যাডিলেড বনাম মেলবোর্ন, যুযুধান বিপক্ষের খেলা তখন জমিয়ে উপভোগ করছেন হাজার হাজার দর্শক। ব্যাটে ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো। বল হাতে আফগানিস্তানের `বিস্ময়` লেগ স্পিনার রাশিদ খান।
নিজস্ব প্রতিবেদন: 'ক্যাচ অফ দ্য সেঞ্চুরি' বললে একটুও বেশি বলা হবে না। বরং এই অভিবাদনই এমন অভাবনীয় ক্যাচের জন্য শ্রেষ্ঠ হবে। ২২ গজে সৌরভ-সচিন যুগলবন্দি, জাদেজা-অশ্বিন জুটি যদি এক একটা বিরল দৃষ্টান্তের নাম হয় তাহলে অবশ্যই বলতে হবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগব্যাশ দেখাল বেন-জ্যাকের নয়া যুগলবন্দি। যা দেখে মাইকেল শ্ল্যাটার পর্যন্ত বলছেন, 'জীবনে দেখা সেরা ক্যাচ'।
আরও পড়ুন- বিরাট বেশিদিন ভারত অধিনায়ক থাকতে পারবেন না, সংশয় গ্রেম স্মিথের
অ্যাডিলেড বনাম মেলবোর্ন, যুযুধান বিপক্ষের খেলা তখন জমিয়ে উপভোগ করছেন হাজার হাজার দর্শক। ব্যাটে ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো। বল হাতে আফগানিস্তানের 'বিস্ময়' লেগ স্পিনার রাশিদ খান। অফ স্টাম্পের বাইরে রুম পেতেই কভারের ওপর দিয়ে বল আকাশে তুলে দিয়েছেন ব্যাটসম্যান। গগণচুম্বী বলকে পাখির চোখ করে ছুটছেন অ্যাডিলেড স্ট্রাইকার্স দলের বেন লাফলিন। তাঁকে অনুসরণ করেই কভার বাউন্ডারির দিকে দৌড় জ্যাক ওয়েদারল্ডেরও। এক ঝলক দেখে মনে হতেই পারে বোল্টকে ছুঁতে ছুটছনে গ্যাটলিন। এরপরই সেই বিস্ময় মুহূর্ত, ক্যাচ লুফে নিয়ে বাউন্ডারির দিকে ঝুঁকে গিয়েছেন বেন। বাউন্ডারি ক্রস করার আগে কোনওমতে মাঠের দিকে ছুড়ে দিলেন বল। শূন্যে গা ভাসিয়ে সতীর্থের অসম্পূর্ণ ক্যাচকে সম্পূর্ণ করলেন জ্যাক। এক কথায় অনবদ্য।
আরও পড়ুন- বদলে গেল ম্যাচের সময়, জেনে নিন কবে শুরু হচ্ছে আইপিএল
বিগব্যাশের এই ক্যাচের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই চোখের পলকেই তা ভাইরাল হয়ে যায়। কেও বলেছেন ক্রিকেটের ইতিহাসের সেরা ক্যাচ। কেও আবার বলছেন 'ইনক্রেডিবল'।