বিরাট বেশিদিন ভারত অধিনায়ক থাকতে পারবেন না, সংশয় গ্রেম স্মিথের!

জোহানেসবার্গে এখনও পর্যন্ত জীবনের সবথেকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি অ্যান্ড কোং। বিশ্বের এক নম্বর টেস্ট দলের সামনে হোয়াইটওয়াশের ভ্রুকুটি। কেপটাউনে হার। সেঞ্চুরিয়ানে হার।

Updated By: Jan 23, 2018, 05:00 PM IST
বিরাট বেশিদিন ভারত অধিনায়ক থাকতে পারবেন না, সংশয় গ্রেম স্মিথের!

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারতেই প্রশ্ন উঠে গেল বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে। টানা নয় সিরিজ জয়ের পর ম্যান্ডেলার দেশে ভারতের নৌকাডুবিতেই 'বিরাট আগ্রাসন' নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ।  ভারতের সর্বকালের অন্যতম  রেকর্ডের অধিকারী অধিনায়ক কোহলি আগামী দিনে বেশি দিন অধিনায়ক পদে থাকবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করলেন আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- বিরাট এখনও 'গ্রেট' নন, জানালেন প্রাক্তন এই ক্যারিবিয়ান স্পিড স্টার

গ্রেম স্মিথের কথায়, "তুমি (বিরাট কোহলি) বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে পার। কিন্তু তুমি তোমার সতীর্থদেরকে গুরুত্ব দিচ্ছো না।" এর পরই বিরাট কোহলির উদ্দেশে গ্রেম স্মিথ বলেন, "ও (বিরাট কোহলি) যদি সত্যিই গঠনমূলক ভাবনাকে প্রাধান্য দিয়ে থাকে তাহলে অবশ্যই তাঁর সঙ্গে কথা বলা উচিত। কঠিন সময়ে গঠনমূলক ভাবনাকে অগ্রাধিকার না দিয়ে আগ্রাসন আদৌ সুদূর প্রসারী হবে কি না, ভাবতে হবে ও-কে।"

আরও পড়ুন- বদলে গেল ম্যাচের সময়, জেনে নিন কবে শুরু হচ্ছে আইপিএল

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের মতে মাঠে বিরাটের 'শরীরী ভাষা' তাঁকে উৎসাহ দিলেও তা দলের বাকিদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোহলির মতই দলকে সাফল্য পেতে হলে অধিনায়কের উচিত দলের বাকি ক্রিকেটারদের মনের ভাব বোঝা, এমনটাই মত গ্রেম স্মিথের।

আরও পড়ুন- মিস্টার কোহলি, আমি দুঃখিত...

উল্লেখ্য, জোহানেসবার্গে এখনও পর্যন্ত জীবনের সবথেকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি অ্যান্ড কোং। বিশ্বের এক নম্বর টেস্ট দলের সামনে হোয়াইটওয়াশের ভ্রুকুটি। কেপটাউনে হার। সেঞ্চুরিয়ানে হার। লজ্জা ঢাকতে পারে কেবল একটা জয়। জোহানেসবার্গে সেই অভিপ্রায় নিয়েই মাঠে নামবে কোহলি ব্রিগেড। দলে সম্ভবত সুযোগ পাবেন অজিঙ্কা রাহানে। গ্রিন টপে সম্ভাবনা থাকছে ভুবনেশ্বরেরও খেলার। তবে দল যাই হোক, ভারত চাইবে এই ম্যাচটায় ১১০ শতাংশ দেওয়ার। অন্যদিকে, ভারতে ম্যান্ডেলা-গান্ধী সিরিজে ০-৩ হারের বদলা নিতে মরিয়া ফাফ দুপ্লেসিসের দক্ষিণ আফ্রিকাও।

আরও পড়ুন- বিরাট ক্ষততে প্রলেপ গৌতির

.