হাঁফ ছেড়ে বাঁচলেন রোনাল্ডো! ধর্ষণের মামলা থেকে মুক্তি সিআর সেভেনের

ধর্ষণের অভিযোগে জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছিল পর্তুগিজ তারকাকে।

Updated By: Jul 23, 2019, 03:13 PM IST
হাঁফ ছেড়ে বাঁচলেন রোনাল্ডো! ধর্ষণের মামলা থেকে মুক্তি সিআর সেভেনের

নিজস্ব প্রতিবেদন : তথ্য প্রমাণের অভাবে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় এক বছর বাদে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন সিআর সেভেন। ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে ক্যাথরিন মায়োরগা নামের এক মহিলাকে ধর্ষণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্তাস তারকার বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ ওঠে।

ঘটনার ৯ বছর পর , ২০১৮ সালে সেপ্টেম্বরে নেভাদার আদালতে রোনাল্ডোর বিরুদ্ধে মামলা করেন মায়োরগা। কিন্তু রোনাল্ডো বারবার সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে শুরু করেছে লাস ভেগাস পুলিস। সেই লক্ষ্যে তদন্তও শুরু করে তারা। রোনাল্ডোর আইনজীবী জানান, ২০০৯ সালে লাস ভেগাসে যা হয়েছিল সেটি আসলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে।

ধর্ষণ-কাণ্ডের জেরে রোনাল্ডোর ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষত-বিক্ষত হয়েছে। ধর্ষণের অভিযোগে জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছিল পর্তুগিজ তারকাকে। সোমবার এক বিবৃতিতে লাস ভেগাসের ডিস্ট্রিক্ট কান্ট্রি ক্লার্কের তরফে বলা হয়,  রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। তাই রোনাল্ডোর বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হচ্ছে না।

আরও পড়ুন - একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন লাসিথ মালিঙ্গা, জানালেন দিন ক্ষণ

.