জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালে জনপ্রিয়ি রিয়ালিটি শো 'কফি উইথ করণ'-এর সিজন সিক্স (Koffee with Karan Season 6 ) দেখেছিল দুই তারকা ক্রিকেটারকে। করণ জোহরের অতিথি হয়ে এসেছিলেন কেএল রাহুল ও হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya and KL Rahul)। এই শোয়ে এসে হার্দিক যৌনগন্ধী ও নারীবিদ্বেষী মন্তব্য় করে সকলের চক্ষুশূল হয়েছিলেন। বিস্তর বিতর্ক হয়েছিল হার্দিকের শব্দচয়ন নিয়ে। বিগত ছয় বছরে হার্দিকের জীবনে একাধিক পরিবর্তন ঘটে গিয়েছে। তিনি এখন বিবাহিত। এক সন্তানের বাবা। জাতীয় টি-২০ দলের স্ট্য়ান্ড-ইন অধিনায়ক। আবার চলতি আইপিএলে (IPL 2024) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্য়াপ্টেনও বটে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: KKR IPL 2024 Full Schedule: কবে কবে যেতে হবে ইডেনে? দাগিয়ে রাখুন তারিখ, রইল কেকেআরের পুরো সূচি


ভারতীয় দলের ক্রিকেটারদের যেখানে ভক্তরা মাথায় তুলে রাখেন, সেখানে হার্দিকই একমাত্র চরিত্র, যাকে সুযোগ পেলেই অনুরাগীরা তেড়ে গালি দেন। হতে পারে  'কফি উইথ করণ'-এর রাগটা এখনও অনেকে পুষে রেখেছেন। এও হতে পারে যে, হার্দিকের ফ্ল্য়ামবয়েন্সি, নিজেকে বাড়তি কিছু ভাবা বা দেখানোর প্রচণ্ড তাগিদও অনেকে মেনে নিতে পারেন না। এর সঙ্গেই মিশেছে তাঁর চোট প্রবণতা। মাঠে কম রিহ্যাবে থাকেন বেশি। এহেন বরোদার তারকা অলরাউন্ডারকে সম্প্রতি যেন মেনেই নিতে পারছেন না বহু সমর্থক। তার নেপথ্য়ে একটাই কারণ। যা রীতিমতো জোরাল এবং আবেগি! 
 





কী সেই কারণ? মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের পাঁচবারের আইপিএল চ্য়াম্পিয়ন ক্য়াপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছে! যা কিছুতেই মেনে নিতে পারছেন না হাজার হাজার সমর্থক। কারণ রোহিতের সঙ্গে হার্দিকের কোনও তুলনাই চলে না। রোহিতের নেতৃত্বে ভারত অপরাজিত হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেছে। রোহিতকে মুম্বইয়ের ফ্য়ানরা রাজার মতো সম্মান করেন। সেখানে হার্দিক! তাঁদের হজম করতে বেশ কষ্ট হচ্ছে। যার প্রভাব পড়ল গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে। 


আহমেদাবাদের নরেন্দ্রে মোদী স্টেডিয়ামে হার্দিককে মুখের উপর বলা হল 'ছাপড়ি'! সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গেল রাতারাতি। 'ছাপড়ি', এই শব্দ আজ অনেকেরই জানা। সাধারণত দায়িত্বজ্ঞানহীন বা বোধবুদ্ধিহীন ব্য়ক্তিকে 'ছাপড়ি' বলা হয়। পাশাপাশি অন্তঃসারশূন্য় অথচ উপর উপর নিজেকে কেউকেটা দেখানো ব্য়ক্তির ক্ষেত্রেও ব্য়বহৃত হয়। একপ্রকার গালি বলা যেতে পারে। তবে  'ছাপড়ি' কিন্ত বর্ণবাদকেও টেনে আনে। এর ইতিহাসও রয়েছে। ছপ্পড় জাতির মানুষকেও বলা হয়  'ছাপড়ি'! যাদের কাজ মূলত অস্থায়ী ঘর বা বাড়ির ছাদ নির্মাণ করা। 


আরও পড়ুন: Hardik Pandya | GT vs MI | IPL 2024: 'কোথায় বুমরা?' একসঙ্গে সোচ্চার তিনমহারথী! হার্দিক বিদ্ধ ত্রিফলা আক্রমণে


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)