KKR IPL 2024 Full Schedule: কবে কবে যেতে হবে ইডেনে? দাগিয়ে রাখুন তারিখ, রইল কেকেআরের পুরো সূচি

KKR IPL 2024 full schedule Kolkata Knight Riders fixtures list, match dates, timings, venues: চলে এল কেকেআরের লিগ পর্যায়ের বাকি ম্য়াচের সূচি। কলকাতার ফ্য়ানদের জন্য় সুখবর।

Updated By: Mar 25, 2024, 07:05 PM IST
KKR IPL 2024 Full Schedule: কবে কবে যেতে হবে ইডেনে? দাগিয়ে রাখুন তারিখ, রইল কেকেআরের পুরো সূচি
মহড়ায় চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা, ছবি সৌজন্য়ে কেকেআরের ওয়েবসাইট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনাবিল আনন্দের রং গায়ে মেখে, উদযাপনে ভেসে যাওয়ার দিন আজ। দেশজুড়ে সোমবার পালিত হল চব্বিশের দোল উৎসব (Happy Holi 2024)। আর দোলের শুভদিনেই বিসিসিআই (BCCI) আইপিএলের (IPL 2024) বাকি সূচি ঘোষণা করে দিল। কলকাতার নাইট ফ্য়ানদের জন্য় দারুণ খবর। বাকি হাফ ডজন হোম ম্য়াচের মধ্য়ে টানা পাঁচ ম্য়াচ শ্রেয়স আইয়াররা খেলবেন কলকাতাতেই। ইডেনে ব্য়াক-টু-ব্য়াক হেভিওয়েট মহারণ। গত ২৩ মার্চ ইডেনে কেকেআর চলতি আইপিএলের প্রথম ম্য়াচ খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেটিই ছিল আন্দ্রে রাসেলদের প্রথম হোম ম্য়াচ। ইডেনে বাকি রাইল আর ছ'টি খেলা।

আরও পড়ুন: IPL 2024 Final: এই স্টেডিয়ামই এবার মহাযুদ্ধের কুরুক্ষেত্র! চলে এল চার হাইভোল্টেজ ডুয়েলের আপডেট

রইল কেকেআরের লিগ পর্যায়ে বাকি খেলার পুরো সূচি:

১) বেঙ্গালুর বনাম কলকাতা (২৯ মার্চ, বেঙ্গালুরু)
২) দিল্লি বনাম কলকাতা (৩ এপ্রিল, বিশাখাপত্তনম)
৩) চেন্নাই বনাম কলকাতা (৮ এপ্রিল, চেন্নাই)
৪) কলকাতা বনাম লখনউ (১৪ এপ্রিল, কলকাতা)
৫) কলকাতা বনাম রাজস্থান (১৭ এপ্রিল, কলকাতা)
৬) কলকাতা বনাম বেঙ্গালুরু (২১ এপ্রিল, কলকাতা)
৭) কলকাতা বনাম পঞ্জাব (২৬ এপ্রিল, কলকাতা)
৮) কলকাতা বনাম দিল্লি (২৯ এপ্রিল, কলকাতা) 

৯) মুম্বই বনাম কলকাতা (৩ মে, মুম্বই)
১০) লখনউ বনাম কলকাতা (৫ মে, লখনউ)
১১) কলকাতা বনাম মুম্বই (১১ মে, কলকাতা) 
১২) গুজরাত বনাম কলকাতা (১৩ মে, আহমেদাবাদ)
১৩) রাজস্থান বনাম কলকাতা (১৯ মে, গুয়াহাটি)

বিসিসিআই আইপিএলের প্রথম দুই সপ্তাহের নির্ঘণ্ট দিয়েছিল গত ফেব্রুয়ারির শেষ দিকে। ১০ শহর জুড়ে ২১ ম্য়াচের সূচি ঘোষণা করা হয়েছিল। প্রতি দল ন্যূনতম তিন ম্য়াচ ও সর্বোচ্চ পাঁচটি করে ম্য়াচ খেলবে এই সূচিতে। পুরো আইপিএলের সূচি ঘোষণা না করার একটাই কারণ ছিল। চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন। আইপিএলের সূচি যখন তৈরি করা হয়, তখনও পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষিত হয়নি। দেশ জুড়ে ১৮তম লোকসভা নির্বাচন হবে সাত দফায়। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ভোট উৎসব চলবে। ভোটগণনা হবে ৪ জুন। ভোটের সূচি হাতে পেতেই বিসিসিআই বাকিটা ছকে ফেলল। প্রতীক্ষার অবসান। যেমনটা জানা গিয়েছিল ঠিক তেমনটাই ঘটছে। ভোটের আবহে আইপিএল (IPL 2024) সরছে না বিদেশে। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের আইপিএলও হবে দেশে। ৭৪টি ম্য়াচই ভারতে।

আরও পড়ুন:  Two Bouncer Rule | IPL 2024: এবার থেকে ওভারে জোড়া বাউন্সার! নতুন অস্ত্র পেয়ে কী বলছেন তারকারা?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.