জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কমনওয়েলথের সিঙ্গলস ইভেন্টে সোনা জিতলেন পিভি সিন্ধু। কানাডার (Canada) মিশেল লি-কে (Michelle Li ) স্ট্রেট গেমে হারিয়ে কমনওয়েলথ গেমসের সিঙ্গলস ইভেন্টে প্রথম সোনা জিতলেন অলিপিক্সে (Olympics) জোড়া পদকজয়ী তারকা শাটলার (Badminton)। তাও আবার কাফ মাশলের চোট উপেক্ষা করে জিতলেন তিনি। মাত্র ৪৮ মিনিটের একপেশে মেগা ফাইনালের স্কোর লাইন সিন্ধুর পক্ষে ২১-১৫, ২১-১৩। সিন্ধুর পারফরম্যান্স দেখার পর তাঁকে ভারতের সেরা মহিলা অ্যাথলিট বলে মেনে নিলেন পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিংবদন্তি গোপীচাঁদ বলেন, "পিভি সিন্ধু গত কয়েক বছরে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। বড় মঞ্চে সিন্ধু সবসময় অপ্রতিরোধ্য। সেটা এ বার কমনওয়েলথের ফাইনালে দেখিয়ে দিল। তাই দেশের সব মহিলা অ্যাথলিটদের প্রতি সম্মান রেখেই বলছি যে এই মুহূর্তে সিন্ধুই সেরা। কারণ ও শারীরিক এবং মানসিক ভাবে খুবই শক্তিশালী। যে ভাবে এই ম্যাচে সিন্ধু র‍্যালি ও পালটা স্ম্যাশ করেছে সেটা প্রশংসার দাবি রাখে। শুধু ভারত নয়, ব্যাডমিন্টন জগতে ওর মতো সাফল্য আর কারও নেই।" 


আরও পড়ুন: PV Sindhu, CWG 2022 : চক দে ইন্ডিয়া, চোট উপেক্ষা করে সিঙ্গলসে প্রথম সোনা জিতে ইতিহাস গড়লেন সিন্ধু


আরও পড়ুন: CWG 2022 : ৪০ বছরে দ্বিতীয় সোনা জিতলেন 'তরুণ' শরথ কমল, সাথিয়ানের ঝুলিতে এল ব্রোঞ্জ



২০১৪ কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রুপো জিতেছিলেন সিন্ধু। অলিম্পিক্সে দু’টি পদক ছাড়াও সিন্ধুর ঝুলিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসে সোনা-সহ পাঁচটি পদক। এত দিন অধরা কমনওয়েলথ গেমসের সিঙ্গলসের সোনাও এ বার জিতে নিলেন তিনি। এ বার তাঁর লক্ষ্য প্যারিস অলিম্পিক্সে সোনা জয়। 


গোপীচাঁদ মনে করেন লক্ষ্যে অবিচল থাকলে সিন্ধুর পক্ষে অলিম্পিক্সে অধরা সোনা জয় সম্ভব। তিনি যোগ করেন, "সিন্ধু যে ফর্মে আছে তাতে প্যারিস অলিম্পিক্সে সোনা জিতলে আমি অন্তত অবাক হব না।" 


 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App