আশা জিইয়ে রাখল চেক-পোল্যান্ড-রাশিয়া

গ্রিসকে হারিয়ে ইউরো কাপের শেষ আটে যাওয়ার রাস্তা জিইয়ে রাখল চেক প্রজাতন্ত্র। প্রথম ম্যাচে রাশিয়ার কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল মিলান ব্যারোসদের। তাই গ্রিসের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে শুরুর থেকেই আক্রমণের ঝড় তোলে চেকরা।

Updated By: Jun 13, 2012, 09:49 AM IST

গ্রিসকে হারিয়ে ইউরো কাপের শেষ আটে যাওয়ার রাস্তা জিইয়ে রাখল চেক প্রজাতন্ত্র। প্রথম ম্যাচে রাশিয়ার কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল মিলান ব্যারোসদের। তাই গ্রিসের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে শুরুর থেকেই আক্রমণের ঝড় তোলে চেকরা। মাত্র ছয় মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে যায় তারা। চেকের হয়ে গোল দুটি করেন জিরাসেক ও পিলার। জোড়া গোলের ধাক্কা সামলে উঠতে পারেননি গ্রিস ফুটবলাররা। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই চেক গোলকিপারের ভুলে গ্রিসের হয়ে ব্যবধান কমান জেকাস। ম্যাচের সেরা হয়েছেন চেক প্রজাতন্ত্রের পিলার।
অন্যদিকে ইউরো কাপে আয়োজক পোল্যান্ডের কাছে আটকে গেল রাশিয়া। ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হল পোল্যান্ড-রাশিয়া ম্যাচ। পোল্যান্ডকে হারাতে পারলেই প্রথম দল হিসাবে ইউরোর শেষ আটে যাওয়া নিশ্চিত করে ফেলত রাশিয়া। খেলার ৩৭ মিনিটে আর্শাভিনের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে রাশিয়াকে এগিয়ে দেন জ্যাগোয়েভ। চলতি ইউরোয় রাশিয়ান স্ট্রাইকারের এটি তৃতীয় গোল। পিছিয়ে পরের আক্রমনে ঝাঁঝ বাড়ায় পোল্যান্ড।শেষপর্যন্ত অধিনায়ক ব্লাসকোয়িস্কির অনবদ্য গোলে সমতা ফেরায় তারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে গ্রুপ এ-র শীর্ষে থাকল রাশিয়া। রাশিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র তিন দলের কাছেই সুযোগ থাকছে পরের রাউন্ডে যাওয়ার।

.