DADAvsVIRAT: Sourav-Kohli বিতর্কে আগুনে ঘি ঢেলেছেন Chetan Sharma, দাবি করলেন Akash Chopra
দাদা ও বিরাটের সম্পর্ক কিন্তু আগের মতো নেই।
নিজস্ব প্রতিবেদন: বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও বিরাট কোহলির (Virart Kohli) বক্তব্যের বয়ান নিয়ে তৈরি হওয়া বিতর্ককে আরও বাড়িয়ে দিলেন মুখ্য জাতীয় নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma)। কোহলির অধিনায়কত্ব ছাড়ার মন্তব্য করতে গিয়ে প্রাক্তন জোরে বোলার আগুনে ঘি ঢালার কাজ করেছেন। এমন দাবি করলেন আকাশ চোপড়া (Akash Chopra)। প্রাক্তন ওপেনারের আরও দাবি যে এমনটা চলতে থাকলে দুই পক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি বাড়বে। এবং দিনের শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
আকাশ নিজের ইউ টিউব চ্যানেলে বলেন, 'এমনিতেই এই নিয়ে আগুন জ্বলছিল। এ বার আগুনে আরও কিছুটা ঘি যোগ হল। কারণ বিসিসিআই-এর তরফ থেকে মুখ্য জাতীয় নির্বাচক চেতন শর্মা তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন।' আকাশের আরও দাবি, 'চেতন শর্মা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা সকলেই বিরাটকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে বারণ করেছিলাম। বলেছিলাম নেতৃত্ব ছাড়ার জন্য এটা সঠিক সময় নয়, বিশ্বকাপে এর প্রভাব পড়বে। কিন্তু কোহলি রাজি হয়নি। নির্বাচক কমিটির বৈঠকে উপস্থিত সকলেই নির্বাচক, বিসিসিআই কর্মকর্তা কোহলিকে পদত্যাগ না করার অনুরোধ করেছিলেন। এটি ছিল চেতন শর্মার উদ্ধৃতি। তবে ভারত অধিনায়ক বলেছিলেন যে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করার পর কেউ তাঁকে কোনও অনুরোধ করেননি। এবং সকলে বলেছিল, এটি খুবই ভাল পদক্ষেপ।'
আরও পড়ুন: DADAvsVIRAT: BCCI-এর 'বিরাট' বাউন্সারে বিদ্ধ Kohli, নতুন বছরে শুরু বিতর্কের দ্বিতীয় রাউন্ড
আরও পড়ুন: Sashtri On T20 World Cup: Virat Kohli-র Team India-কে কেন ভীতু বললেন Ravi Shastri?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দল ঘোষণার সময় ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এসেছিলেন চেতন। সেখানে নির্বাচক প্রধান বোর্ড সভাপতির পাশে দাঁড়িয়ে সটান বলে দেন, "বিরাটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে আমরা সবাই চমকে গিয়েছিলাম! সব নির্বাচকের মনে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও অধিনায়কত্ব ছাড়লে এর প্রভাব পড়বে দলের পারফরম্যান্সে। আমরা সবাই মিলে কোহলিকে বলেছিলাম, সিদ্ধান্তটা আরেক বার সিদ্ধান্ত ভেবে দেখার জন্য। বিশ্বকাপের পরে এ সব নিয়ে আলোচনা করা যাবে।" তিনি আরও যোগ করেছিলেন, "আমাদের পাঁচ জন জাতীয় নির্বাচকের মনে হয়েছিল বিরাটের এমন সিদ্ধান্তের প্রভাব বিশ্বকাপের উপর পড়বে। ভারতীয় ক্রিকেটের স্বার্থে বিরাটকে অনুরোধ করা হয়েছিল। সেখানে কিন্তু বোর্ডের সব শীর্ষ কর্তারাও উপস্থিত ছিল। সত্যি বলতে বিশ্বকাপের আগে বিরাটের মুখ থেকে এমন কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। আমরা মনেপ্রাণে চাইছিলাম বিরাটের এই সিদ্ধান্তে যেন কোনওভাবে ভারতের পারফরম্যান্সে কোনও প্রভাব না পড়ে। কিন্তু ওর পরিকল্পনাকে আমাদের সম্মান করতেই হত। ও ভারতীয় দলের স্তম্ভ। তবে হ্যাঁ, সবাই মিলে ওকে বারণ করা হয়েছিল।"
মুখ্য নির্বাচকের এই বক্তব্য তুলে ধরে আকাশ ফের বলেন, 'এই ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু শোনা যাচ্ছিল। তবে চেতনের বক্তব্যের পর থেকে আর কোনও ধোঁয়াশা রইল না। কারণ এটা চেতন বললেও দিনের শেষে কিন্তু বিসিসিআই-এর মন্তব্য।'
তবে তিনি মনে করেন এই বিতর্ক এখানেই থেমে যাবে না। তিনি শেষে জুড়ে দেন, 'চেতন শর্মার বক্তব্যের পরে পুরো বিষয়টি মোটেও মিটবে না। বিরাট কোহলির তরফে পাল্টা গুলিবর্ষণ হতে পারে। কারণ এখনও পর্যন্ত এমন ভাবেই ঘটে চলেছে। একজন ব্যক্তি কিছু বলছেন এবং অন্যজন সেটি খণ্ডন করছেন। এটা মোটেই ভাল বিষয় নয়।'
নতুন বছর শুরু হওয়ার আগে কোহলিকে টার্গেট করে সৌরভের বোর্ডের এমন 'বিরাট' বাউন্সার ধেয়ে আসবে সেটা অনেকেই ভাবতে পারেননি। তবে বাস্তবে সেটা ঘটেছে। তাই বিতর্ক বেড়ে যাওয়ার আশঙ্কায় আকাশ চোপড়া।