এবার TikTok-এ অক্ষয় কুমারকে নকল করলেন ওয়ার্নার!

টিকটক ভিডিয়োতে তাঁর জুড়ি মেলা ভার।

Updated By: May 23, 2020, 04:09 PM IST
এবার TikTok-এ অক্ষয় কুমারকে নকল করলেন ওয়ার্নার!

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের কারণে লকডাউন জীবনে অনেকেই হয়তো হাঁপিয়ে উঠেছেন! বিশেষ করে বেশি সমস্যায় পড়েছেন ক্রিকেটাররা থেকে ক্রীড়াবিদরা। খেলা ভুলে তাই আপাতত এই অবসর সময়টুকু নিজেদের মতো করেই কাটানোর চেষ্টা করছেন তাঁরা। এই লকডাউনের বাজারে বেশ মেজাজেই আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। বলিউডি আইটেম সং থেকে তামিল সং এমনকী বাহুবলী, সবেতেই মাত করে দিচ্ছেন তিনি। টিকটক ভিডিয়োতে তাঁর জুড়ি মেলা ভার।

শুক্রবার ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিয়ো পোস্ট করেছেন ডেভিড ওয়ার্নার। যেখানে দেখা যাচ্ছে বলিউডেরপ সুপারস্টার অক্ষয় কুমারের একটি বিখ্যাত নাচের নকল করে নাচলেন ওয়ার্নার।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

I think I’ve got you covered @akshaykumar #bala #fun #friday #challenge Friday nights

A post shared by David Warner (@davidwarner31) on

 

 

ভিডিয়োটি শেয়ার করে ওয়ার্নার লিখলেন, আমার মনে হয় আমি ঠিকই পেরেছি  @akshaykumar #bala #fun #friday #challenge অর্থাত্ শুক্রবারের রাতের চ্যালেঞ্জ!! শীলা কি জওয়ানি থেকে বাহুবলী, অভিনেতা এনটিআরের তেলুগু গান পাক্কা লোকালে থেকে অক্ষয় কুমার -একের পর এক হিট টিকটকে মাত করে দিচ্ছেন অজি ওপেনার।

 

আরও পড়ুন - টুর্নামেন্ট চলাকালীন বক্সিং এরিনাতে ষাটোর্ধ্ব কর্তাদের প্রবেশ নিষিদ্ধ করল ফেডারেশন

.