এবার পাকিস্তানের দিন রাতের টেস্ট
দিন রাতের গোলাপি বলের টেস্টের ময়দানে এবার পাকিস্তান। আগামী সেপ্টেম্বরেই পাকিস্তান প্রথম দিনরাতের টেস্ট খেলতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোলাপি বলের এই টেস্টে মুখোমুখি হবে পাক দল। প্রাথমিক প্রস্তাবে নিমরাজি ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজের সূচি বদল করে অতিরিক্ত একটি খেলার প্রস্তাব দেয়।
![এবার পাকিস্তানের দিন রাতের টেস্ট এবার পাকিস্তানের দিন রাতের টেস্ট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/20/58378-dn.jpg)
ওয়েব ডেস্ক: দিন রাতের গোলাপি বলের টেস্টের ময়দানে এবার পাকিস্তান। আগামী সেপ্টেম্বরেই পাকিস্তান প্রথম দিনরাতের টেস্ট খেলতে চলেছে। সংযুক্ত আরব আমিরশাহিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোলাপি বলের এই টেস্টে মুখোমুখি হবে পাক দল। প্রাথমিক প্রস্তাবে নিমরাজি ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজের সূচি বদল করে অতিরিক্ত একটি খেলার প্রস্তাব দেয়।
পাশাপাশি পিসিবি প্রস্তাবে জানায় দিনরাতের একটি প্রস্তুতি ম্যাচ ও ফ্লাডলাইটে গোলাপি বলে অনুশীলনের সুযোগ দেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজকে। এরপরই বরফ গলে। ওয়েস্ট ইন্ডিজ দলও দিনরাতের টেস্ট খেলতে রাজি হয়।