প্রয়াত ডিন জোনস, 'অভিভাবক' হারিয়ে কাঁদছে বাংলাদেশ
ডিন জোনস ছিলেন বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্খী।
![প্রয়াত ডিন জোনস, 'অভিভাবক' হারিয়ে কাঁদছে বাংলাদেশ প্রয়াত ডিন জোনস, 'অভিভাবক' হারিয়ে কাঁদছে বাংলাদেশ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/24/276857-jo.jpg)
নিজস্ব প্রতিবেদন- ঘটনা এক, ২০১৫ সালে জঙ্গি হানার ঘটনার পর বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। ডিন জোন্স সেই সময় সিডনি মর্নিং হেরাল্ডে লিখেছিলেন, ''জঙ্গিদের ভয়ে নয়, পরাজয়ের ভয়ে বাংলাদেশ সফর বাতিল করছে অস্ট্রেলিয়া। উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড এমনিতেই খুব খারাপ। বাংলাদশের ক্রিকেট এখন অনেক উন্নতি করেছে। ওরা কিন্তু এখন অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা রাখে।''
ঘটনা দুই, ২০১৭ সালের অগাস্টে বাংলাদেস সফরে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ দল সেই সময় দারুণ ফর্মে। ডিন জোন্স অজিদের সতর্ক করে বলেছিলন, 'বাংলাদেশকে হারাতে হলে অস্ট্রেলিয়াকে সেরা খেলাটাই খেলতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলকে হালকাভাবে নিলে অস্ট্রেলিয়ার হার নিশ্চিত।' সেই সিরিজে বাংলাদেশ ইতিহাস গড়েছিল। প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারায় তারা।
ঘটনা তিন, ২০১৭ চ্যম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলাদেশ। ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরও সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর অবিশ্বাস্য জুটিতে ২৬৫ রান তাড়া করেছিলেন। বাংলাদেশ ম্যাচ জেতার পর টুইটারে ডিন জোন্স লিখেছিলেন, ''৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ২৬৫ রান তাড়া করে জেতা সহজ নয়। সাকিবকে বন্দুকের মতো মনে হল। তবে মাহমুদউল্লাহকেও কৃতিত্ব দিতে চাই।''
আরও পড়ুন- মহামারিতে ফিটনেস-ই ভরসা! দেশবাসীকে ফিট থাকার মন্ত্র শোনালেন বিরাট কোহলি
উপরের তিনটি ঘটনা থেকেই বোঝা যায়, ডিন জোনস ছিলেন বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্খী। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন আগের থেকে অনেক উন্নতি করেছে। আর ডিন জোনস সব সময় বাংলাদেশ ক্রিকেট দলকে উত্সাহ জোগাতেন। তাই তাঁর মৃত্যুতে বাংলাদেশের ক্রিকেট মহলে শোকের ছায়া। বাংলাদেশ ক্রিকেট যেন একজন অভিভাবককে হারিয়েছে। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ একটি লাল রঙের জার্সি পরে মাত্র একটি ম্যাচ (পাকিস্তানের বিরুদ্ধে) খেলেছিল। ডিন জোনস সেই জার্সিকে বিশ্বকাপের সেরা বলে ঘোষণা করেছিলেন। এমন একজন মানুষকে হারিয়ে বাংলাদেশের আজ ভীষণ মন খারাপ।