বিক্রি হল না ডেকান চার্জাস
মালিকানার হস্তান্তর হল না ডেকান চার্জাসের। বৃহস্পতিবার এই আইপিএল টিমটির বর্তমান মালিক ডেকান ক্রনিকল হোল্ডিংস অপ্রত্যাশিত ভাবে ফিরিয়ে দিল পিভিপি ভেঞ্চারের ৯০০ কোটির প্রস্তাব! এর সঙ্গেই ডেকানের ভবিষ্যতও এখন বিশ বাঁও জলে। আগামী ১৫ সেপ্টেম্বর বিসিসিআই-এর কার্যকরী সমিতির বৈঠকেই সম্ভবত নির্ধারিত হতে চলেছে ডেকানের ভাগ্য।
মালিকানার হস্তান্তর হল না ডেকান চার্জাসের। বৃহস্পতিবার এই আইপিএল টিমটির বর্তমান মালিক ডেকান ক্রনিকল হোল্ডিংস অপ্রত্যাশিত ভাবে ফিরিয়ে দিল পিভিপি ভেঞ্চারের ৯০০ কোটির প্রস্তাব! এর সঙ্গেই ডেকানের ভবিষ্যতও এখন বিশ বাঁও জলে। আগামী ১৫ সেপ্টেম্বর বিসিসিআই-এর কার্যকরী সমিতির বৈঠকেই সম্ভবত নির্ধারিত হতে চলেছে ডেকানের ভাগ্য।
২০০৮ সালে ৪২৫ কোটি টাকার বিনিময়ে ডেকানের মালিকানা পেয়েছিল ডেকান ক্রনিকল হোল্ডিংস। কিন্তু বেশ কিছু দিন ধরেই অর্থনৈতিক কারণে ধুঁকছিল সংস্থা টি। এখনও গত আইপিএলে ডেকানের খেলোয়াড়দের সব টাকা মিটিয়ে উঠতে পারেনি সংস্থা কর্তৃপক্ষ। তাই বিসিসিআই এবং ক্রনিকল হোল্ডিংসের যৌথ সিদ্ধান্তে নিলামে ওঠে আইপিএল-২ এর চ্যাম্পিয়ান এই দলটি। নূন্যতম মূল্য ঠিক হয় ৭৫০ কোটি টাকা। ডেকান কেনার জন্য এগিয়ে আসে পিভিপি ভেঞ্চার। কিন্তু তাদের দেওয়া দাম ৯০০ কোটি নিলামের নূন্যতম মূল্যের থেকে অনেক বেশী হওয়া সত্বেও সবাইকে অবাক করে দিয়ে তাদেরকে ফিরিয়ে দিল ক্রনিকল হোল্ডিংস।
দাম আর টাকা দেওয়ার পদ্ধতি মন মত না হওয়ায় পিভিপিকে তারা ফিরিয়ে দিয়েছে বলে ক্রনিকল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রী নিবাসন বলেছেন `` পিভিপির প্রস্তাব আমাদের গ্রহন যোগ্য বলেই মনে হয়েছিল, কিন্তু অন্তিম সিদ্ধান্ত নেওয়ার অধিকার ফ্র্যাঞ্চাইসিরই। এই নিলামে বিসিসিআই-এর কোন ভূমিকাই ছিল না।`` যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে ইতিমধ্যেই ডেকানের বর্তমান মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। তবে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কেন পিভিপিকে ডেকান বিক্রি করা হল না, তার সঠিক হদিশ একমাত্র ক্রনিকলের কাছেই মিলতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিসিসিআই সম্পাদক সঞ্জয় জাগদালে।