MS Dhoni Defamation Case: এবার মহাবিপাকে মহেন্দ্র, তাঁর বিরুদ্ধে মানহানি মামলা! সামনেই তো আইপিএল
Defamation Case Filed Against MS Dhoni: ধোনির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা দায়ের করলেন তাঁর প্রাক্তন ব্য়বসায়ী সহযোগীরা! ১৮ জানুয়ারি শুনানি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চলতি বছরের শুরুতেই কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) খবরের শিরোনামে এসেছিলেন একেবারে অক্রিকেটী কারণে। জানা যায় তিনি বিরাট আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। ধোনির অভিযোগ ছিল, ১৫ কোটি টাকার বেশি অর্থই তাঁর থেকে ঠকিয়ে নিয়েছেন তাঁর প্রাক্তন দুই ব্য়বসায়ী সহযোগী- মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস। ধোনি তাঁদের বিরুদ্ধে রাঁচির এক আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছিলেন। এবার সেই সহযোগীরাই পাল্টা চাল দিলেন, তাঁরা ধোনির বিরুদ্ধে করে দিলেন মানহানি মামলা। কোমর বেঁধেই ময়দানে নেমেছে অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের কর্ণধার মিহির-সৌম্য়া। ধোনি যাতে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা মন্তব্য় করতে না পারেন, তার জন্য় আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা জারির দাবি স্বামী-স্ত্রীর। আগামিকাল অর্থাৎ ১৮ জানুয়ারি বিচারপতি প্রতিভা এম সিংহ মামলাটি শুনানি করবেন দিল্লি হাইকোর্টে। এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই-এর।
আরও পড়ুন: IND vs PAK: বিশ্বকাপে ভারত-পাক মহারণ হবে এখানে, মাঠের অবস্থা দেখে আঁতকে উঠল নেটপাড়া!
মিহির-সৌম্যা হাইকোর্টে অভিযোগ করেই থেমে থাকেননি। মানহানির পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছেন তাঁরা। মিহির-সৌম্য়া বলেছেন যে, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতেই সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্য়মে চর্চা চলেছ। তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন তাঁরা। মিহির এবং সৌম্য়ার সংস্থা ২০১৭ সালে, ধোনির সঙ্গে চুক্তি করেছিলেন বিশ্বব্যাপী এক ক্রিকেট অ্যাকাডেমির প্রতিষ্ঠার জন্য। কিন্তু মিহিররা চুক্তির শর্তাববী মেনে চলতে ব্য়র্থ হন বলেই অভিযোগ ধোনির। অর্ক স্পোর্টস ম্য়ানেজমেন্ট চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি ও লভ্য়াংশ দিতে বাধ্য় ছিল। যেটা তারা করেনি। অনেক প্রচেষ্টা সত্ত্বেও, চুক্তির উল্লেখিত শর্তাবলী উপেক্ষা করা হয় বারবার। এরপর ধোনি তাঁর চুক্তির কাগজপত্র দাখিল করে, ২০২১ সালের ১৫ অগস্ট একাধিক আইনি নোটিশ পাঠান। কিন্তু তাতেও কোনও কাজের কাজ হয়নি। ধোনির হয়ে বিধি অ্যাসোসিয়েটসকে প্রতিনিধিত্ব করেন দয়ানন্দ সিং। তিনি জানান যে, অর্ক স্পোর্টস অ্য়ান্ড ম্য়ানেজমেন্ট লিমিটেড তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। যে ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকারই বেশি।
ধোনির নেতৃত্বে চেন্নাই চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্চমবারের জন্য এই খেতাব জিতেছে ইয়েলো আর্মি। ভারতের কিংবদন্তি অধিনায়ক দলকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েও, সেভাবে সুখের সময় কাটাতে পারেননি। মাহি গোটা আইপিএলেই খেলেছিলেন মারাত্মক হাঁটুর চোট নিয়ে। আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁকে ছুটতে হয়েছিল। আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য ধোনিকে মাইক্রোসার্জারি করাতে হয়ে। তবে ধোনি এখন পুরোপুরি ফিট। শুধু মাঠে নামার অপেক্ষা তাঁর। তবে তার আগে এই মানহানি মামলা ধোনিকে বেশ বিপাকেই ফেলে দিল।
আরও পড়ুন: R Praggnanandhaa: আনন্দের সিংহাসনে বসলেন প্রজ্ঞা! গর্বিত সচিনের আবেগি বার্তা কাড়ল নজর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)