নিজস্ব প্রতিবেদন :  মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এক অনন্য রেকর্ড গড়লেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশঁ। ফুটবলার হিসেবে বিশ্বকাপ জেতার পর কোচ হিসেবে বিশ্বকাপ জিতে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, মারিও জাগালোর কীর্তিকে স্পর্শ করার হাতছানি ছিল দেশঁর সামনে। মস্কোর মেগা ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে সেই কীর্তি ছুঁলেন দেশঁ। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন দিদিয়ে দেশঁ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - মস্কোতে পেলেকে স্পর্শ করলেন এমবেপে


১৯৭৪ সালে ফুটবলার হিসেবে ও ১৯৯০ সালে কোচ হিসেবে দু'বারই জার্মানিকে বিশ্বচ্যাম্পিয়ন করেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।



জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো ব্রাজিলের মারিও জাগালো ফুটবলার ও কোচ হিসেবে দু'বারই বিশ্বকাপের ফাইনালে ওঠেন। ১৯৫৮ সালে ফুটবলার হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি।



বেকেনবাওয়ার, জাগালোদের সঙ্গে এবার এক মঞ্চে দিদিয়ে দেশঁ। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ট্রফি জয় করেছিলেন দেশঁ। ২০ বছর পর মস্কোতে বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতেই কোচ হিসেবেও বিশ্বকাপ জেতার অনন্য কীর্তিকে স্পর্শ করলেন সেই দিদিয়ে দেশঁ।  


আরও পড়ুন - ২০ বছর পর ফের বিশ্বজয়ী দেশঁর ফ্রান্স