দুবছরের জন্য নির্বাসিত চেন্নাই সুপার কিংস, সংশয়ে ধোনির আইপিএল ভবিষ্যৎ

আইপিএল নাইনে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। বিসিসিআই কর্তাদের একাংশের ধারনা চেন্নাই সুপার কিংসের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে ধোনি সরে দাঁড়াতে পারেন আইপিএল থেকে। 

Updated By: Jul 17, 2015, 07:42 AM IST
দুবছরের জন্য নির্বাসিত চেন্নাই সুপার কিংস, সংশয়ে ধোনির আইপিএল ভবিষ্যৎ

ব্যুরো: আইপিএল নাইনে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। বিসিসিআই কর্তাদের একাংশের ধারনা চেন্নাই সুপার কিংসের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে ধোনি সরে দাঁড়াতে পারেন আইপিএল থেকে। 

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস তার খেলার ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না বলেছে। কিন্তু চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের কর্তারা এটাও জানিয়েছেন ধোনি তাদের সঙ্গে শুরু থেকে যুক্ত। অবশ্যই ধোনি তাদের ব্র্যান্ড। তাই তার সঙ্গে বিস্তারিত আলোচনাও করবেন তারা। এখানেই আশঙ্কা বিসিসিআই কর্তাদের। তারা বলছেন লোধা কমিটির রায়ে আইপিএল থেকে চেন্নাই ও রাজস্থান দল দুবছরের জন্য নির্বাসিত হয়েছে। বোর্ড এই দুদলের ক্রিকেটারদের খেলানোর উদ্যোগও ইতিমধ্যেই নিয়েছে। কিন্তু বিসিসিআই-এর একাংশের আশঙ্কা চেন্নাইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে আইপিএল থেকে সরে দাঁড়াতে পারেন মাহি। জানা গেছে চেন্নাইয়ের শীর্ষ কর্তারা খুব শীঘ্রই এব্যাপারে আলোচনায় বসবেন ধোনির সঙ্গে।

.