ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে পারফর্ম করে নজর কেড়েছিলেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলির। এবার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শতরান করে রেকর্ড গড়ে নজর কাড়লেন সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ছেচল্লিশ বলে শতরান করে টি-টোয়েন্টিতে ফ্যাফ দুপ্লেসির দ্রুততম শতরানের নজির স্পর্শ করেছেন রাহুল।
আরও পড়ুন নিজে চোখে তো আপনি দেখেনই, কিন্তু ঠিক দেখবেন কীভাবে, জানুন
অনবদ্য পারফরম্যান্সের ধোনির দাবি রাহুল একজন পরিপূর্ণ ক্রিকেটার।ভবিষ্যতে তিন ফর্ম্যাটেই রাহুল ভারতীয় দলের একজন নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠবেন বলেই আশা মাহির। সময় বলবে, ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির আশা এবং ভরসার দাম কতটা দিতে পারেন রাহুল।
আরও পড়ুন তারাদের গাড়ি
English Title:
dhoni said about rahul
News Source:
Home Title:
রাহুলকে নিয়ে কী বললেন মহেন্দ্র সিং ধোনি?
Yes
Is Blog?:
No
Section: