দীপার স্বপ্ন, টোকিও অলিম্পিকে পদক জয়

 চোট সারিয়ে তিনি কামব্যাক করেছেন। রিওতে পদক জিততে পারেননি। তাই টোকিও অলিম্পিকে সেই আক্ষেপ ঘোচাতে চান দীপা কর্মকার।

Updated By: Jan 25, 2019, 02:04 PM IST
দীপার স্বপ্ন, টোকিও অলিম্পিকে পদক জয়

নিজস্ব প্রতিবেদন: চোট সারিয়ে তিনি কামব্যাক করেছেন। রিওতে পদক জিততে পারেননি। তাই টোকিও অলিম্পিকে সেই আক্ষেপ ঘোঁচাতে চান দীপা কর্মকার। তবে অলিম্পিকে ছাড়পত্র পাওয়া যে একটা চ্যালেঞ্জ তা মানছেন দীপা।

আরও পড়ুন- ‘টেনিস বিশ্বকাপে’র প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল

রিও অলিম্পিকে চতুর্থ হয়েও নজর কেড়েছিলেন। কিন্তু তারপর চোটের জন্য কমনওয়েলথ গেমস এবং এশিয়াডে অংশ নিতে পারেননি দীপা কর্মকার। গতবছরের শেষের দিকে বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে কামব্যাক করেন তিনি।  এবার টোকিও অলিম্পিকে দেশের হয়ে পদক জয়ের স্বপ্নপূরণ করতে চান দীপা। কিন্তু  ত্রিপুরার এই জিমনাস্ট নিজেই বলছেন অলিম্পিকের ছাড়পত্র পাওয়া সহজ হবে না।

আরও পড়ুন- মানসিক লড়াইয়ে সৌম্যজিত, স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার

নতুন নিয়ম অনুযায়ী অলিম্পিকের আগে আটটি বিশ্বকাপের প্রতিটি অ্যাপারেটাসে সেরারা সরাসরি অলিম্পিকের ছাড়পত্র পেয়ে যাবে।

.