জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজন পদ্মশ্রী প্রাপক, আর একজন ধ্যানচাঁদ পুরস্কার। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বিচার এবার জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্যারালিম্পিয়ান ড. দীপা মালিক ও বিলিয়ার্ডসের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন, জাতীয় কোচ মনোজ কোঠারি। বুধবার মন্দারমণি একটি রিসর্টে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণীর অনুষ্ঠান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Ranji Trophy 2024: ইডেনে ম্যাচ ড্র, মনোজদের ঝুলিতে এক পয়েন্ট!


চলতি মরশুমে  বিশ্ব বিলিয়ার্ডসে রানার্স হন সৌরভ কোঠারি।  অলিম্পিক্সের কোটা অর্জন করেন বাংলার মেহুলি ঘোষ। জাতীয়স্তরে  বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হলেন দু'জনই। জিমন্যাস্টিক্সে বিশেষ সম্মান পাচ্ছেন কোচ টুম্পা দেবনাথ। । কিউ স্পোর্টস এবং প্যারা স্পোর্টসে বিশেষ পুরস্কার দেওয় হবে  তা কোঠারি এবং দ্রোণাচার্য এস সত্যনারায়ণকে।


বর্ষসেরা ক্রিকেটার? মুকেশ কুমার এবং রিচা ঘোষ। সেরা ফুটবলার ডেভিড লালহলাসাঙ্গা। সেরা অ্যাথলিট  সোনিয়া বৈশ্য। সেরা জিমন্যাস্ট এবং সেরা ভলিবল খেলোয়াড় নির্বাচিত হলেন প্রণতি দাস এবং শেখ শরিফ। সেরা সাঁতারু (প্যারা) রিমো সাহা, সেরা তিরন্দাজ জুয়েল সরকার, সেরা শুটার স্বর্ণালী রায়, সেরা দাবাড়ু নীলেশ সাহা। সেরা টিটি খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য ও পয়মন্তী বৈশ্য। 


আরও পড়ুন: IPL 2024 Dates: চলে এল আইপিএলের দিনক্ষণ, এবার লিগ দেশে না বিদেশে? রইল বিরাট আপডেট



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)