IPL 2024 Dates: চলে এল আইপিএলের দিনক্ষণ, এবার লিগ দেশে না বিদেশে? রইল বিরাট আপডেট

IPL 2024 Likely To Be Played From March 22 To May 26 In India: আইপিএলের দিনক্ষণ চলে এল সামনে। যে ঘোষণার অপেক্ষায় ছিলেন আইপিএল অনুরাগীরা।  

Updated By: Jan 22, 2024, 05:35 PM IST
IPL 2024 Dates:  চলে এল আইপিএলের দিনক্ষণ, এবার লিগ দেশে না বিদেশে? রইল বিরাট আপডেট
চলে এল আইপিএলের দিনক্ষণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। আইপিএলের (IPL 2024) ঢাকে কাঠি পড়ে গেল। চলে এল ক্রোড়পতি লিগের দিনক্ষণ। চব্বিশের আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। চলবে ২৬ মে পর্যন্ত। এমনটাই রিপোর্ট। চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন (General Elections 2024)। ভারত খেলবে টি-২০ বিশ্বকাপও (T20 World Cup 2024)। অন্যদিকে রয়েছে উইমেনস প্রিমিয়র লিগও (Women's Premier League,WPL)। ফলে এই সব মিলিয়েই আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। জানা যাচ্ছে ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত বেঙ্গালুরু ও দিল্লিতে হবে ডব্লিউপিএল।

আরও পড়ুন: IND vs ENG: পাওয়া যাবে না তাঁকে! রোহিতকেই জানালেন বিরাট, বিকল্পের ভাবনায় বিসিসিআই

ঘটনাচক্রে ১ জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়ে যাব কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ। আইপিএল ও বিশ্বকাপ একেবারে গায়ে গায়ে পড়তে চলেছে। আইপিএল শেষ হওয়ার ন'দিনের মধ্য়েই শুরু হয়ে যাচ্ছে আইসিসি-র শোপিস ইভেন্ট। ২০০৯ ও ২০১৪ সালে লোকসভা নির্বাচনরে জন্য় আইপিএল পাড়ি জমিয়েছিল বিদেশে। ২০০৯ সালে পুরো আইপিএলই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে আবার টুর্নামেন্টের শুরুর দিকটা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। বাকিটা হয়েছিল ভারতে। বিসিসিআই ভীষণ ভাবে ভারতেই আইপিএল আয়োজন করার চেষ্টায় রয়েছে। তবে এখনও স্থির হয়নি যে, লিগ দেশে হবে না বিশ্বে।

বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি যদি ফাইনালে ওঠে, তাহলে কিন্তু ভারতের চাপ বাড়বে। কারণ আইপিএল শেষ করে খুব কম দিনের মধ্য়েই মার্কিন মুলুকে পাড়ি দিতে হবে তাঁদের। ফলে সেখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় থাকবে কম। অতীতে আইপিএল শেষ করে টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়ে কিন্তু ভারতের বৈতরণী ডুবেছিল। এবারও সেই সম্ভাবনা থেকে যাচ্ছে।চলতি বছর টি-২০ বিশ্বকাপের আগে ভারতের সামনে আর কোনও টি-২০ অ্যাসাইনমেন্ট নেই। কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের আগে আইপিএলেই হবে ম্য়াচ প্র্যাকটিস।

২০০৭ সালে প্রথমবার হয়েছিল টি-২০ বিশ্বকাপ। আগামী বছর কুড়ি ওভারের কাপযুদ্ধের নবম সংস্করণ। যা হবে রীতিমতো মেগা। এই প্রথমবার ২০টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। মার্কিন মুলকে ফ্লোরিডার লডারহিল, মরিসভিল, ডালাস এবং নিউ ইয়র্ককে টুর্নামেন্টের ম্যাচ ও অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্বযুদ্ধ চলবে। ৯ ভেন্য়ুতে ৫৫ ম্য়াচ। উদ্বোধনী ম্য়াচেই মাঠে নামছে আয়োজক দেশ আমেরিকা। তাদের প্রতিপক্ষ কানাডা। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্য়াচ হবে ৯ জুন নিউ ইয়র্কে। ২৯ জুন ফাইনাল হবে বার্বোডোজে। ৫ জুন আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে নিউ ইয়র্কে ভারতের কাপ অভিযান শুরু।

আরও পড়ুন: Shoaib Malik: বিয়ের পরেই বিশ্বরেকর্ড পাক তারকার, যা এর আগে এশিয়ার কেউ পারেননি!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

 

.