বুয়েনস আয়ার্সে এটিপি চ্যালেঞ্জার জিতেও হতাশ সুমিত নাগাল

এই জয়ের ফলেই এটিপি র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ১৩৫ নম্বরে পৌঁছে গেলেন সুমিত নাগাল।

Updated By: Oct 1, 2019, 12:56 PM IST
বুয়েনস আয়ার্সে এটিপি চ্যালেঞ্জার জিতেও হতাশ সুমিত নাগাল

নিজস্ব প্রতিবেদন : গ্র্যান্ড স্লাম অভিষেকেই নজর কেড়েছিলেন তিনি। ইউএস ওপেনের মঞ্চে কিংবদন্তি ফেডেরারের কাছ থেকে প্রথম সেট ছিনিয়ে নিয়েছিলেন। মাত্র বাইশ বছর বয়সে বুয়েনস আয়ার্সে এটিপি চ্যালেঞ্জার জিতে ইতিহাস গড়লেন ভারতের সুমিত নাগাল।

 

আর এই জয়ের ফলেই এটিপি র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ১৩৫ নম্বরে পৌঁছে গেলেন সুমিত নাগাল। এত কিছুর পরও কোনও সমর্থন না পেয়ে বেশ হতাশ হয়ে পড়ছেন তরুণ এই টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন - চোট গুরুতর! বিলেত যাচ্ছেন বুমরাহ

পর্যাপ্ত টাকা নেই। ফলে ব্যক্তিগত কোচও রাখতে পারেননি। নেই ফিজিয়ো। সব কিছু নিজেকেই সামলাতে হচ্ছে প্রতিশ্রুতিমান এই টেনিস খেলোয়াড়কে। এত কিছু করার পরও টেনিসে কেউ এগিয়ে আসছে না দেখে হতাশ হয়ে পড়েছেন সুমিত নাগাল।

Tags:
.