মোহালিতে মহাবিপর্যয় ভারতের, বার্থ ডে বয় বিরাটের অবদান ১!

মোহালিতে মহাবিপর্যয়ের শুরু ভারতীয় ব্যাটিং লাইন আপের। প্রথম টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে ১০২ রানেই ৫ উইকেট ভারতের!

Updated By: Nov 5, 2015, 01:27 PM IST
 মোহালিতে মহাবিপর্যয় ভারতের, বার্থ ডে বয় বিরাটের অবদান ১!

ওয়েব ডেস্ক: মোহালিতে মহাবিপর্যয়ের শুরু ভারতীয় ব্যাটিং লাইন আপের। প্রথম টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে ১০২ রানেই ৫ উইকেট ভারতের!

টি-২০ সিরিজ, একদিনের সিরিজের সঙ্গে সামঞ্জস্য রেখেই মোহালিতে টেস্ট সিরিজের শুরুটা করল বিরাট কোহলির ভারত। শিখর ধাওয়ান রয়েছেন নিজের মেজাজেই। করলেন শূন্য। দলের শূন্য রানের মাথাতেই প্রথম উইকেট। তাঁকে ফেরালেন ফিলান্ডার।

পূজারা খানিকটা চেষ্টা করলেও, তাঁর অবদান ৩১। বার্থ ডে বয় তথা ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি করলেন ১ রান। অজিঙ্কা রাহানে (৪) এবং ঋদ্ধমান সাহা শূন্য করে ফিরলেন প্রথম বল খেলেই।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫টির, ৩টে উইকেটই নিয়েছেন ডিন এলগার। আর একটি রাবাদা এবং অন্যটি ফিলন্ডারারের।

আপাতত ভারতের হয়ে আশার দিক মাত্র দুটো। এক, মুরলী বিজয় ব্যাট করছেন ১২১ বল খেলে ৬০ রানে। আর দুই, প্রথম দিনের প্রথম সেশন থেকেই মোহালির পিচে বল ঘুরছে বনবন করে। খানিকটা জিভ চাটতেই পারেন অশ্বিন, অমিত মিশ্রা এবং রবীন্দ্র জাদেজা।

আপাতত, ভারতের সংগ্রহ ৪১ ওভারে ৫ উইকেটে ১১৬ রান।

.