সিডনিতে ডিভিলিয়ার্স সাইক্লোন, ৬৪ বলে ১৫০ রান এবির
একদিনের ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের নজির গড়লেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৬৪ বলে ১৫০ রান পূর্ন করেন। ৫২ বলে শতরান করেন এবি।
![সিডনিতে ডিভিলিয়ার্স সাইক্লোন, ৬৪ বলে ১৫০ রান এবির সিডনিতে ডিভিলিয়ার্স সাইক্লোন, ৬৪ বলে ১৫০ রান এবির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/02/27/35315-ab.jpg)
ওয়েব ডেস্ক: একদিনের ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের নজির গড়লেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৬৪ বলে ১৫০ রান পূর্ন করেন। ৫২ বলে শতরান করেন এবি।
বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতরান করার পর ১৫০ রান পূর্ন করতে ব্যয় করেন আর মাত্র ১২ বল। ৬৬ বল খেলে ১৬২ রানে অপরাজিত থাকেন এবি। এদিন ডিভিলিয়ার্সের সুইচ শট, কাউ কর্নারে কুপোকাত হয়ে যান ক্যারিবিয়ান পেসাররা। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের এক ওভারে ৩৪ রান করেন ডিভিলিয়ার্স।
একসময় ৩০ ওভারে প্রোটিয়াসদের স্কোর ছিল ৩ উইকেটে ১৪৭। ডিভিলিয়ার্সের ধুনধুমার ব্যাটিং দাপটে, বাকি ২০ ওভারে ২৬১ রান করে দক্ষিণ আফ্রিকা। এই মূহুর্তে ডেভিলিয়ার্সের দখলে রয়েছে দ্রুততম অর্ধশতরান,শতরান ও দেড়শো রানের রেকর্ড।