UEFA EURO 2020: সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরেছেন Christian Eriksen, দাবি ডাক্তারের
সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় বিপদ এড়ানো গিয়েছে: ডাক্তার
নিজস্ব প্রতিবেদন: আর একটু দেরি, তাহলেই ঘটে যেতে পারত মহাবিপদ। হয়ত আরও একটা জুনিয়র কাণ্ডের সাক্ষী থাকত বিশ্ব। কারণ সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। হৃদরোগেই আক্রান্ত হয়েই মাঠে জ্ঞান হারিয়েছিলেন ডেনমার্কের এই মিডফিল্ডার। এমনটাই জানিয়েছেন ডেনমার্কের টিম ডক্টর মার্টিন বোয়েসেন।
মার্টিন বোয়েসেন বলেন, “ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen) প্রায় মারাই যাচ্ছিলেন। কোনক্রমে কৃত্রিম ভাবে তাঁর শ্বাসপ্রশ্বাস চালিয়ে রাখা হয়। তাই উনি বাঁচতে পেরেছেন।” যদিও কোনও শারীরিক সমস্যা না থাকা সত্ত্বেও কেন এরিকসেনের এমনটা হল, তার কোনও ব্যাখ্যা নেই বলে জানিয়েছেন মার্টিন বোয়েসেন। একই সঙ্গে রেফারি এবং ফিল্ড ডক্টরদেরও প্রশংসা করেছেন মার্টিন বোয়েসেন। তিনি বলেন, “দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় বিপদ অনেকটা এড়ানো গিয়েছে।''
আরও পড়ুন: ২২ বছর পর ঘরের মাঠে ইংল্যান্ড বধ, ভারতকে সরিয়ে টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে কিউয়িরা
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত Milkha Singh-এর স্ত্রী Nirmal Kaur
উয়েফা ইউরোর ম্যাচে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও ফিনল্যান্ড। খেলতে খেলতেই আচমকাই জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন (Christian Eriksen)। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসায় মাঠে নেমে পড়ে মেডিক্যাল দল। কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হয়। শেষপর্যন্ত সজ্ঞানে এরিকসন মাঠ ছাড়েন। মাঠ থেকে ৫০০ মিটার দূরে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে। পরে টুইট করে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, 'আজ সকালে আমরা ক্রিশ্চিয়ান এরিকসনের কথা বলেছি। সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য আপাতত হাসপাতালে থাকতে হবে।'