নিজস্ব প্রতিবেদন:  কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে নিউ সাউথ ওয়েলস প্রশাসন  (NSW Government) সিডনিতে দর্শক সংখ্যা বেঁধে দিল। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে পঁচিশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল নিউ সাউথ ওয়েলস প্রশাসন (NSW Government)। করোনা উদ্বেগের মাঝে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অথচ ক্রিকেটারদের থাকতে হবে কোয়ারেন্টিনে। কেন এই দ্বিচারিতা? অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন ভারতীয়রা  (Indian cricket team)। স্পষ্ট বার্তা, চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে তাঁরা রাজি নয়।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে মেলবোর্ন (Melbourne) থেকে সিডনি (

আরও পড়ুন- স্বাস্থ্য সুরক্ষা সবার আগে, করোনা উদ্বেগের মাঝে সিডনি টেস্টে কমছে দর্শক সংখ্যা


পাশাপাশি বলা হয়েছে, "আমরা শুরু থেকেই এই কথাটা বলে আসছি যে, আমরা সেই নিয়ম মেনে চলতে চাই যেটা অস্ট্রেলিয়ার সেই প্রত্যেক নাগরিকের জন্য রয়েছে। যদি মাঠে দর্শক প্রবেশের অনুমতি না থাকত তাহলে হোটেলে কোয়ারেন্টিনের নিয়ম মেনে নেওয়ার একটা অর্থ ছিল।"



নতুন বছরের প্রথম দিনে ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার- রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ (Rishabh Pant), শুভমান গিল (Shubhman Gill), পৃথ্বী শ (Prithvi Shaw) এবং নভদীপ সাইনি (Navdeep Saini) মেলবোর্নের রেস্তোরাঁয় লাঞ্চ সারতে গিয়ে বিপাকে পড়ে যান। ওই পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙার অভিযোগ তোলে অজি মিডিয়া। অজি মিডিয়া ব্যাপারটার পিছনে আদা-জল খেয়ে লেগে পড়েছে। এই খবরে হইচই পড়তে না পড়তেই কোভিড বিধি ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) মাস্ক ছাড়া শপিং করার ছবি সামনে নিয়ে আসে।



আরও পড়ুন- রোহিত সহ ৫ জনের বিরুদ্ধে বায়ো বাবল ভাঙার অভিযোগ! কোভিড পরীক্ষায় Team India'র সবাই নেগেটিভ