ফেডারেশনের টিডি হওয়ার দৌড়ে আর্সেন ওয়েঙ্গারের প্রাক্তন সহকারি

ভিসা সমস্যার কারণে বিমানবন্দরে বসেই শ্যাম থাপার নেতৃত্বাধীন কমিটির সামনে ইন্টারভিউ দেন অভিজ্ঞ এই কোচ। 

Updated By: Apr 23, 2019, 10:51 PM IST
ফেডারেশনের টিডি হওয়ার দৌড়ে আর্সেন ওয়েঙ্গারের প্রাক্তন সহকারি

নিজস্ব প্রতিবেদন : ফেডারেশনের টিডির দৌড়ে আর্সেন ওয়েঙ্গারের প্রাক্তন সহকারি দোরু আইজ্যাক। রোমারিয়ান এই কোচকেই তাদের প্রথম পছন্দ হিসাবে বেছে নিয়েছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। ভিসা সমস্যার কারণে বিমানবন্দরে বসেই শ্যাম থাপার নেতৃত্বাধীন কমিটির সামনে ইন্টারভিউ দেন অভিজ্ঞ এই কোচ। দোরুকে টেকনিক্যাল কমিটি তাদের প্রথম পছন্দ হিসাবে বেছে নেওয়ার পর তাঁর বেতন আর শর্তাবলী নিয়ে কথা বলবে ফেডারেশন।

আরও পড়ুন-  গ্যালারিতে মত্ত অভিনেত্রীর তাণ্ডব, আইপিএলে ফের বিতর্ক

দ্বিতীয় পছন্দের কোচ হিসাবে টেকনিক্যাল কমিটি জর্জিয়ান কোচ গাইয়োস দারসাজের নাম প্রস্তাব করেছে। তার সঙ্গেও কথা বলবেন ফেডারেশন কর্তারা। তবে বলাই যায় বেতন আর অন্যান্য ব্যাপারে সহমত হলে দোরুকেই দেখা যেতে পারে ফেডারেশনের নতুন টিডির হিসাবে। আর্সেন ওয়েঙ্গার ছাড়াও পর্তুগালের প্রাক্তন কোচ কার্লোস কুইরোজের সহকারি হিসাবেও কাজ করেছেন আইজ্যাক। টিডি চূড়ান্ত হওয়ার পর কোচ নির্বাচনে হাত দেবে ফেডারেশন। 

আরও পড়ুন-  বিশ্বকাপে ছ'বার ভারতের কাছে হার, তবুও হুমকি পাক অধিনায়কের

বর্তমানে জাপানের বিখ্যাত ক্লাব ইয়োকোহামা মারিনোস-এর স্পোর্টি ডিরেক্টর তিনি। ১৯৯০ থেকে কোচিং করান। অর্থাত্ তিন দশক ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এশিয়ার মধ্যে জাপান ও কাতারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

.