দুবাই ওপেনের প্রথম খেতাব জিতল ভারতীয় জুটি

মরসুমের প্রথম খেতাব জিতলেন রোহন বোপান্না আর মহেশ ভূপতি। দুবাই ওপেনের পুরুষদের ডাবলস খেতাব জিতল ভারতীয় জুটি।

Updated By: Mar 3, 2012, 08:41 PM IST

মরসুমের প্রথম খেতাব জিতলেন রোহন বোপান্না আর মহেশ ভূপতি। দুবাই ওপেনের পুরুষদের ডাবলস খেতাব জিতল ভারতীয় জুটি।
ফাইনালে পোলিশ জুটিকে ৩ সেটের লড়াই হারান তারা। প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতলেও, দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরে পোলিশ জুটি। সুপারটাইব্রেকে অবশ্য স্নায়ুর লড়াইয়ে প্রতিপক্ষদের টেক্কা দেন ভূপতিরা। শেষপর্যন্ত সুপারটাইব্রেকে ১০-৫ ব্যবধানে জেতেন ভারতীয় জুটি। ম্যাচ জিততে মাত্র ৭০ মিনিট সময় নেন তারা। গোটা ম্যাচে ৬টি এস মারেন ভূপতি-বোপান্না জুটি।

.