ওয়েব ডেস্ক: আর কিছুদিন পরেই দেশে বসতে চলেছে, অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের আসর। অথচ, তার আগে ভারতীয় ফুটবলের জন্য রয়েছে একটা খারাপ খবরও। ঐতিহ্যশালী ডুরান্ড কাপ এবার থেকে আর প্রতি বছর হবে না। আইএসএলের দাপটে আস্তে আস্তে গুরুত্ব হারাচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো এই টুর্নামেন্ট। ডুরান্ড কাপের উদ্যোক্তারা এবার ঠিক করেছেন এক বছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজন করবেন। গত বছর দিল্লিতে ডুরান্ড কাপ হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অজ়ি পেসার সামলাতে গোপন প্রস্তুতি নিচ্ছেন তিনি, এক্সক্লুসিভ মনোজ তিওয়ারি
 
আপাতত ঠিক হয়েছে দুহাজার আঠেরো সালের সেপ্টেম্বরে ডুরান্ড কাপ হবে কলকাতায়। ফুটবলের মক্কায় প্রথমবার ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট হতে চলেছে।কলকাতায় ডুরান্ডে খেলার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংকে।


আরও পড়ুন  জার্সি নম্বর ১০ গায়ে দেওয়ায় বিতর্কে শার্দুল ঠাকুর