জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার জেরে গত দু'বছর কলকাতায় হয়নি বড় ম্যাচ। আইএসএল-এ (ISL) তাই গোয়ার মাঠ থেকে টিভিতে লাল-হলুদ বনাম সবুজ-মেরুন দ্বৈরথ দেখেই দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন দুই প্রধানের সমর্থকেরা। এ বার ডুরান্ড কাপের (Durand Cup 2022) ডার্বি দিয়ে ময়দানে দুই বড় দলের ফুটবল প্রত্যাবর্তনের কথা ছিল। ১৬ অগাস্ট দিনও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই ডার্বি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিল ইস্টবেঙ্গল। যা মেনে নিয়ে ডুরান্ড কাপের সেই ডার্বি আগষ্ট মাসের শেষে দিয়েছেন আয়োজকরা। আর সেটা নিয়েই কাজিয়া শুরু দুই প্রধানের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডার্বির বল মাঠে গড়ায়নি। কিন্তু তার আগেই দুই প্রধানের বাকযুদ্ধ শুরু। বক্তব্য পালটা বক্তব্যে জড়িয়ে পড়লেন দুই শীর্ষ কর্তা দেবাশিস দত্ত ও দেবব্রত সরকার। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন, "ইস্টবেঙ্গল পালাচ্ছে।" পালটা দিলেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার। তিনি বললেন, "পলাতক তো ওরা। ৯ ডিসেম্বর ভুলে গিয়েছেন?"


সবুজ-মেরুন সচিব দেবাশিস দত্ত বলেন, "দেড় মাস আগে ক্রীড়ামন্ত্রীর ঘরে বৈঠক হয়ে ঠিক হয়েছিল মরসুমের প্রথম ম্যাচ হবে ডার্বি। ডুরান্ড কাপে তা হবে। দিনও ঠিক হয়েছিল ১৬ অগাস্ট। তখন সেই প্রস্তাব মেনে নিয়েছিল সবাই। এখন অন্য কথা বলছে একটা দল। আমার মনে হয়ে ওরা পালাচ্ছে।" যা শোনার পরে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বলেন, "আমরা মোহনবাগান ক্লাব ও সচিবের পদকে সম্মান করি। কিন্তু উনি সচিবের পদে বসার পরে আমাদের ক্লাব সম্পর্কে নানা মন্তব্য করেছেন। ওনার শুভবুদ্ধির উদয় হোক।" যোগ করেন, "পলাতক তো ওনারাই। ৯ ডিসেম্বরের সেই ডার্বির কথা ভুলে গেলেন? এআইএফএফ নির্বাসিত করেছিল। তার পরে কোটি টাকার উপরে জরিমানা দিয়ে ফেডারেশন প্রেসিডেন্টের কাছে দরবার করে সেই শাস্তি তুলেছিল। এরপর কয়েক বছর খানেক আগে কল্যাণীতে আমাদের বিরুদ্ধে ডার্বি ম্যাচে দল না নামিয়ে পালিয়েছিলেন। আমরা ওয়াকওভার পেয়ে যাই। ইতিহাসটা ভাল করে পড়ে দেখুন। মোহনবাগান সচিবের শুভবুদ্ধির উদয় হোক। এই প্রার্থনা করছি।" 


প্রথমে ঠিক ছিল ডুরান্ডের ডার্বি হবে ১৬ অগাস্ট। কিন্তু লাল-হলুদের দল এখনও তৈরি নয়। কোচও তখন ঠিক ছিল না। এই পরিস্থিতিতে গত সপ্তাহেই ইস্টবেঙ্গল প্রাক্তন ফুটবলারদের ডেকেছিল। যেখানে প্রাক্তন ফুটবলারেরা পরামর্শ দেন, দল তৈরি নয়। তাই মরসুমের প্রথম ম্যাচই ডার্বি না খেলে, অন্য দলের সঙ্গে খেলুক লাল-হলুদ। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল কর্তারা দু'দিন অপেক্ষা করে ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন করেন ডুরান্ডে প্রথমে ডার্বি না খেলে অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার জন্য। যা শোনার পরে বিষয়টি বিবেচনা করে ডার্বির দিন পিছিয়ে দেয় ডুরান্ড কমিটিও। ডার্বি ১৬ অগাস্টের পরিবর্তে ঠিক হয় ২৮ অগাস্ট হবে। 


দুই প্রধানের এই কাজিয়া জানান দিচ্ছে ধীরে ধীরে জাগছে ময়দান। এ বার বল গড়ানোর পালা।


আরও পড়ুন: CWG 2022 | Michelle Jenneke: ছিলেন মডেল, হয়েছেন হার্ডলার, রেসের আগে ট্র্যাকেই নাচেন!


আরও পড়ুন: CWG 2022 | Shiva Thapa: পাক প্রতিদ্বন্দ্বীকে গুঁড়িয়ে প্রি-কোয়ার্টারে ভারতের শিবা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)